নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সাথে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
রোববার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে তারা বৈঠকে বসেন।
এ তথ্য নিশ্চিত করে ইসির জনসংযোগ শাখার পরিচালক শরিফুল আলম বলেন, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করছেন।
এর আগে গত ১৪ আগস্ট সারাহ কুক বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। যা চলতি বছরের ডিসেম্বরের শেষের দিকে বা আগামী বছরের জানুয়ারির শুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ