নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সৌদি পর্যটন কর্তৃপক্ষ (এসটিএ) বাংলাদেশে একটি প্রতিনিধি কার্যালয় খুলতে যাচ্ছে। দেশটির এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্ট আলহাসান আল-দাব্বাগ বৃহস্পতিবার আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। কর্তৃপক্ষের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে ৩০ লাখের বেশি পর্যটক নিয়ে যাওয়া।
জানা গেছে, সৌদি আরবের হজ ও ওমরাবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ গত সপ্তাহে ঢাকা সফর করেন। তার সফর সঙ্গী ছিলেন আলহাসান আল-দাব্বাগ। সফরকালে ২০৩০ সালের মধ্যে ৩০ লাখের বেশি বাংলাদেশিকে আকৃষ্ট করার আশা প্রকাশ করেন আল-দাব্বাগ।
এ সফরে তারা বাংলাদেশি ওমরাযাত্রীদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক’ চালু করেন। এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের জন্য বাংলাদেশের সঙ্গে কয়েকটি চুক্তি করেও সৌদি।
এসটিএ ধারণা করছে, হজ ও ওমরা প্রত্যাশীদের যাত্রা সহজ করার জন্য নুসুক চালু করা হলেও সৌদির ইতিহাস-ঐতিহ্য এবং প্রাকৃতিক বিভিন্ন স্থান তারা ঘুরে দেখতে পারবেন।
আল-দাব্বাগ বলেন, চলতি বছর আমরা তিন লাখের বেশি বাংলাদেশিকে সৌদিতে স্বাগত জানিয়েছি। তাদের বেশিরভাগই ওমরা পালন করতে এসেছিলেন। তবে এমন লোকজনও আছেন যারা তাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছেন। আবার কিছু মানুষ এসেছেন ব্যবসার জন্য।
তিনি আরও বলেন, তাই আমরা এখানে একটি প্রতিনিধি কার্যালয় স্থাপন করছি। আমরা এখন আমাদের বাণিজ্য অংশীদার, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।
সৌদি আরবের ছয়টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। সবগুলো মিলিয়ে ১০ হাজারের বেশি প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে। এগুলো খুবই বৈচিত্র্যময়। এখানে জেদ্দা এবং রিয়াদের মতো বড় শহর রয়েছে। মরুভূমির অভিজ্ঞতা আছে। সমৃদ্ধ, রঙিন প্রবাল প্রাচীরসহ সুন্দর লোহিত সাগর রয়েছে। এছাড়াও দেশটির দক্ষিণে আসির পর্বত রয়েছে, যেখানে আবহাওয়া সারা বছর শীতল থাকে।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ