ঢাকা, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

সিইসির সঙ্গে বৈঠক করবেন ব্রিটিশ হাইকমিশনার

প্রকাশনার সময়: ২৬ আগস্ট ২০২৩, ১০:০৮
ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সাথে বৈঠক করবেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

রোববার (২৭ আগস্ট) বেলা ১১টায় ঢাকাস্থ আগারগাঁও নির্বাচন কমিশন অফিসের‌ সম্মেলন কক্ষে সিইসির সাথে হাইকমিশনারের বৈঠকটি হবে।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সাথে প্রায়ই বিভিন্ন দেশের কূটনীতিকরা সাক্ষাৎ করছেন। সবশেষ গত ১ আগস্ট সিইসির সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

ওই বৈঠকে অক্টোবরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র একটি প্রি-অ্যাসেসমেন্ট প্রি-ইলেকশন মনিটরিং টিম পাঠাবে বলে সিইসিকে জানিয়েছিল পিটার হাস।

বিশেষজ্ঞ সেই টিমে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা থাকবেন। যাদের নির্বাচন পর্যবেক্ষণ ও প্রস্তুতি নিয়ে অভিজ্ঞতা রয়েছে।

অন্যদিকে বাংলাদেশের নির্বাচন নিয়েও তখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূত। সিইসির সঙ্গে বৈঠকে আরপিওর সর্বশেষ সংশোধন, নতুন দল নিবন্ধনসহ নানা বিষয়েও আলোচনা হয়।

যুক্তরাজ্যের হাইকমিশনারের সাথে বৈঠকেও আগামী নির্বাচন প্রসঙ্গে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ