নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
চীনে প্রবল বৃষ্টিতে একটি স্কুলের জিমনেসিয়ামের ছাদ ধসে অন্তত ১০ জনের প্রাণ গেছে।
স্থানীয় সময় রোববার (২৩ জুলাই) বিকেল ৩টার দিকে চীনে হেইলংজিয়াং প্রদেশের কিকিহার এলাকায় এ ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জিমনেসিয়ামটি ধসে পড়ার সময় ১৯ জন লোক ভেতরে আটকা পড়েছিলেন। এ ঘটনায় হেইলংজিয়াং প্রদেশের কিকিহার শহরের ভবনটির দায়িত্বে থাকা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতদের মধ্যে অনেকেই শিশু।
ছাদ ধসের ঘটনায় প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্মাণকর্মীরা ছাদে পার্লাইট রেখেছিলেন। ভারি বৃষ্টির কারণে এটি প্রসারিত হয়, যা ছাদ ধসে পড়ায় ভূমিকা রাখে। সূত্র : বিবিসি
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ