ঢাকা, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫
ভোটারদের এরদোয়ানের বার্তা 

কার হাতে যাচ্ছে তুরস্কের শাসনভার? 

প্রকাশনার সময়: ২৮ মে ২০২৩, ১৭:০৩
ছবি : সংগৃহীত

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনে আজ দ্বিতীয় দফার ভোট চলছে। যদিও প্রথম দফার মত নির্বাচনী উত্তাপ নেই এবারের ভোটে।

রোববার (২৮ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হবে। সন্ধ্যার দিকে ভোটের ফলাফল স্পষ্ট হতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।

নির্ধারণ হবে ২০ বছর ধরে দেশটিকে শাসন করে আসা রিসেপ তাইয়েপ এরদোয়ানই পুনরায় ক্ষমতায় ফিরছেন নাকি প্রধান বিরোধী দলের নেতা কেমাল কিলিচদারওলু ক্ষমতায় আসবেন। যদিও প্রথম দফা ভোটে এগিয়ে ছিল রিসেপ তাইয়েপ এরদোয়ান।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম জানায়, রোববার ইস্তাম্বুলের উস্কুদারে ভোট দিয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। একই কেন্দ্রে ভোট দেন তার ছেলে বিলাল ও তার মা এমিন এরদোয়ান। তারা সকালেই তাদের ভোট দেন।

ভোট দেয়া শেষে এক বিবৃতিতে এরদোয়ান বলেন, ‘আমি নাগরিকদের অনুরোধ করছি শেষ মুহূর্ত পর্যন্ত আত্মতুষ্টি ছাড়াই ভোটে অংশগ্রহণ বাস্তবায়িত করা উচিত।’

তিনি বলেন, ‘তুরস্কের গণতান্ত্রিক জীবনে আমরা প্রথমবারের মতো দ্বিতীয় দফা নির্বাচন প্রত্যক্ষ করছি। নির্বাচনে দুজন প্রার্থী। যেহেতু আমাদের জনগণ দুই প্রার্থীকে ভোট দেবে, ফলে আজকের ভোট দ্রুত শেষ হবে। আমরা আমাদের দেশ ও জাতির মঙ্গল কামনা করি।’

অপরদিকে আঙ্কারায় ভোট দিয়েছেন এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু ও তার স্ত্রী সেলভি কিলিচদারোগলু।

প্রসঙ্গত, তুরস্কে গত ১৪ মে মূলত প্রেসিডেন্ট নির্বাচন হয়। ওই নির্বাচনে যে চার প্রেসিডেন্ট প্রার্থী অংশ নিয়েছিলেন তাদের কেউই এককভাবে ৫০ শতাংশ ভোট পাননি। ফলে ওইদিন প্রথম ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া রিসেপ তাইয়েপ এরদোয়ান ও কেমাল কিলিচদারোগুলোর মধ্যে আজ ২৮ মে রান-অফ নির্বাচন হচ্ছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ