নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ইউক্রেনীয়দের বিরুদ্ধে লড়াই করতে প্রকৃত অর্থে প্রস্তুত নয় রুশ বাহিনী। রাশিয়ার মাটিতেও তা সম্ভব নয়- এমন মন্তব্য করেছেন রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন।
মঙ্গলবার (২৩ মে) নিজের টেলিগ্রাম চ্যানেলে রুশপন্থি ব্লগার কনস্ট্যান্টিন ডলগভের সঙ্গে সাক্ষাৎকারে প্রিগোজিন বলেন, এখন আমি নিজের অভিজ্ঞতা থেকে বিচার করতে পারি। আমি জানি বিভিন্ন দেশে কীভাবে লড়াই হয়।
তিনি বলেন, আজ ওয়াগনার পিএমসি বিশ্বের অন্যতম সেনাবাহিনী। তবে এরপর আমাকে বলতে হবে এটি রাশিয়ার সেনাবাহিনীর হওয়া উচিত। কিন্তু আমি বিশ্বাস করি ইউক্রেনীয়রা বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে, গত কয়েকদিন এমন দাবি করছে ওয়াগনারের প্রধান ও ক্রেমলিন। বৃহস্পতিবার তারা ফ্রন্ট লাইন ছেড়ে যাবে এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হাতে বুঝিয়ে দেবে। যদিও কিয়েভ দাবি করে আসছে, বাখমুতে এখনো সংঘর্ষ চলছে। শহরের নিয়ন্ত্রণ হারায়নি ইউক্রেনীয় সেনারা।
সূত্র : সিএনএন
নয়া শতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ