ঢাকা, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৮ জিলকদ ১৪৪৪

মহারাষ্ট্রে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭ 

প্রকাশনার সময়: ২৩ মে ২০২৩, ১০:৫৫

ভারতের মহারাষ্ট্রে ট্রাক ও বাসের সংঘর্ষে অন্তত ৭ জনের প্রাণ গেছে। আহত হয়েছে আরো অন্তত ১৩ জন।

মঙ্গলবার (২৩ মে) সকালে দেশটির মহারাষ্ট্র রাজ্যের বুলধানা জেলার নাগপুর-পুনে মহাসড়কে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ ও হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, যাত্রীবাহী বাসটি পুনে থেকে বুলধানায জেলার মেহেকার শহরে যাচ্ছিল। এ সময় উল্টো দিক থেকে দ্রুত বেগে আসা একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি ধুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটি প্রাথমিকভাবে একটি লজিস্টিকস কোম্পানির বলে জানা গেছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী সরকারি হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। সূত্র : এনডিটিভি

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ