নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
মধ্য আমেরিকায় ফুটবল খেলা দেখতে গিয়ে স্টেডিয়ামে পদদলিত হয়ে প্রাণ গেল ৯ জনের।
শনিবার (২০ মে) রাজধানী সান সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে এ দুর্ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে ৭ জন পুরুষ ও ২ জন নারী। সবার বয়স ১৮ বছরের বেশি। মনুমেন্টাল স্টেডিয়ামে স্থানীয় দল আলিয়াঞ্জা এবং সান্তা আনা ভিত্তিক দল এফএএসের মধ্যে ম্যাচ চলাকালে এই দুর্ঘটনা ঘটে। এদিন দেশটির প্রিমিয়ার বিভাগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল, পরে ম্যাচটি স্থগিত করা হয়।
স্টেডিয়ামের গেট বন্ধ করে দেওয়ার পরও যখন বিপুল ভক্ত-সমর্থক প্রবেশের চেষ্টা করছিলেন, তখন এই বিপর্যয় ঘটে বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, সমর্থকরা স্টেডিয়ামের প্রবেশপথে ব্যারিকেড সরিয়ে ফেলার চেষ্টা করছে।
এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে টুইটারে বলেন, ঘটনার সামগ্রিক তদন্ত করবে পুলিশ। অপরাধী যারাই হোক না কেন, তারা রেহাই পাবে না। এল সালভাদরের স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাবি টুইট করেন, সরকার পার্শ্ববর্তী হাসপাতাল থেকে স্টেডিয়ামে অ্যাম্বুলেন্স পাঠিয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নেওয়া হয়েছে।
মেডিকেল টিমের কাজের সুবিধার্থে জনসাধারণকে সতর্কতার সঙ্গে এলাকাটি ত্যাগ করার আহ্বান জানিয়েছেন আলাবি। সংক্ষিপ্ত বিবৃতিতে ঘটনার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমর্থন জানিয়েছে সালভাদোরান সকার ফেডারেশন।
সূত্র : বিবিসি
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ