নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
কলম্বিয়ায় বিমান দুর্ঘটনার প্রায় তিন সপ্তাহ পর চার শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একটি ১১ মাস বয়সি শিশুও ছিল।
টুইটারে খবরটি শেয়ার করে পেট্রো বলেছেন, সেনাবাহিনীর ‘কঠোর অনুসন্ধান প্রচেষ্টার’ পর ওই শিশুদের খুঁজে পাওয়া গেছে।
গত ১ মে কলম্বিয়ার আমাজোনাস প্রদেশের আরাকুয়ারা থেকে সাতজন আরোহী নিয়ে গুয়াভিয়ার প্রদেশের সান জোসে দেল গুয়াভিয়ার শহরে যাচ্ছিল সেসনা ২০৬ মডেলের একটি বিমান। মাঝ আকাশে থাকা অবস্থায় বিমানটির ইঞ্জিনে গোলযোগ দেখা দিলে সেটি ঘন জঙ্গলে বিধ্বস্ত হয়।
জানা গেছে, দুর্ঘটনার ফলে পাইলটসহ তিনজন প্রাপ্তবয়স্ক নিহত হয়েছিলেন এবং তাদের মৃতদেহ বিমানের ভেতরে পাওয়া যায়। আর ১৩, ৯ এবং ৪ বছর বয়সি তিন শিশুর সঙ্গে ১১ মাস বয়সি এক শিশুও এই দুর্ঘটনায় বেঁচে যায়।
ওই চার শিশুকে খুঁজতে কর্তৃপক্ষ স্নিফার কুকুরসহ ১০০ জনেরও বেশি সৈন্য মোতায়েন করেছিল।
উদ্ধারকারীরা মনে করছেন, নিখোঁজ শিশুরা দুর্ঘটনার পর থেকে দক্ষিণ ক্যাকুয়েটা বিভাগের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল।
বুধবার সকালে কলম্বিয়ার সশস্ত্র বাহিনী জানায়, লাঠি আর গাছের ডালপালা ব্যবহার করে তৈরি একটি আশ্রয়স্থল দেখতে পেয়ে ধারণা করা হচ্ছিল, ওই উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় কেউ বেঁচে আছে। তখন উদ্ধারপ্রক্রিয়া জোরদার করা হয়। সেখানেই বেঁচে থাকা ওই শিশুরা ছিল।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ