ঢাকা, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৮ জিলকদ ১৪৪৪

চলন্ত বাইকে গোসল করে ভাইরাল যুগল

প্রকাশনার সময়: ১৭ মে ২০২৩, ১৭:৪৫

বর্তমানে আট থেকে আশি সকলেই মেতেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার প্রতিযোগিতায়। বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়াই যেন এখন সেরা জায়গা। অদ্ভুত সব কাজ করছেন শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। তেমনই এক যুগল চলন্ত স্কুটারে মাথায় পানি ঢালার মতো কাণ্ড করে ঝড় তুলেছেন ইন্টারনেটে।

সিটের সামনে এক বালতি পানি আর সেই পানি মগ দিয়ে তুলে ঢালছেন কখনো নিজের শরীরে, আবার কখনও চালকের গায়ে। এই পানি ঢালার পর্বটি চলছে চলন্ত বাইকে। এমনই এক ভিডিও দেখা যায় টুইটারে।

ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের উল্লাসনগরে। সেখানে WeDeserveBetterGovt নামে একটি পেজ ভিডিওটি শেয়ার করে। মহারাষ্ট্রের ডিজিপি এবং থানা পুলিশকে ট্যাগ করে যার ক্যাপশনে লেখা হয়েছে, ‘বিনোদনের নামে কি এই ধরনের বাজে কাজ করার অনুমতি রয়েছে? এটি ব্যস্ত উল্লাসনগরের সেক্টর 17-এর মেইন সিগন্যালে ঘটেছে। এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিয়ে কড়া বার্তা দেওয়া উচিত, যাতে পরে অন্যরা কখনও এমন কাজ করতে না পারে।’

এরপর থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজে ঘুরছে এই ভিডিও। এর মধ্যে ভাইরাল হয়েছে সেই যুগল।

নয়া শতাব্দী/এসএম/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ