ঢাকা, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৮ জিলকদ ১৪৪৪

ঝুলে আছে এরদোয়ানের ভাগ্য

প্রকাশনার সময়: ১৫ মে ২০২৩, ১২:৩০
ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান।

প্রাথমিক বেসরকারি ফলাফলে দেখা যায়, ৪৯ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন এরদোয়ান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিকদারোগলু পেয়েছেন ৪৪ দশমিক ৬ শতাংশ ভোট। তৃতীয় প্রার্থী সিনান ওগান পেয়েছেন ৫ দশমিক ৩ শতাংশ ভোট।

দেশটির সুপ্রিম ইলেকশন কাউন্সিলের প্রধান আহমেত ইয়েনার রোববার (১৪ মে) দিবাগত রাত ৩টার দিকে এক সংবাদ সম্মেলনে জানান, ৯১ শতাংশের বেশি ভোটের গণণা ইতোমধ্যে শেষ হয়েছে। এতে কেউই ৫০ শতাংশ ভোট পাননি।

চূড়ান্ত ফলে কেউ ৫০ শতাংশ ভোট না পেলে আগামী ২৮ মে দেশটিতে দ্বিতীয় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এখনো ভোট গণনা শেষ হয়নি।

এদিকে এরদোয়ান ভোটের রাতে আঙ্কারায় পার্টির হেডকোয়ার্টারে বলেন, তিনি প্রধান বিরোধী প্রার্থীর থেকে ২ দশমিক ৬ মিলিয়ন ভোটে এগিয়ে।

তুরস্কে এবার ভোটার ৬ কোটি ৪০ লাখের বেশি। এর মধ্যে প্রবাসী ভোটার ৩৪ লাখের মত। বাকিটা দেশে। বিশ্বের ৭৩টি দেশে প্রবাসী তুর্কিরা এবারে ভোট দিয়েছেন। এবার রেকর্ডসংখ্যক ভোটার ভোট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ২০১৮ সালে দেশটির সর্বশেষে জাতীয় নির্বাচনে ৮৮ দশমিক ১৮ শতাংশ ভোটার ভোট দিয়েছিলেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ