ঢাকা, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৮ জিলকদ ১৪৪৪

বিচ্ছেদের পর বিয়ের ফটোগ্রাফারের কাছে অর্থ ফেরত চাইলেন কনে

প্রকাশনার সময়: ১০ মে ২০২৩, ১২:২৫

চার বছর আগে ধুমধাম করে হয়েছিল বিয়ের অনুষ্ঠান। জমজমাট আয়োজনের ছবি তুলে রাখা হয়েছিল। কিন্তু সেই সংসার ভেঙেছে। তাতেই অপ্রয়োজনীয় হয়ে পড়েছে সেসব ছবি। এজন্য বিয়ের সময়ে আলোকচিত্রীকে দেওয়া অর্থ ফেরত চেয়েছেন এক নারী।

দক্ষিণ আফ্রিকার ওই নারী সম্প্রতি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্থ ফেরত চান।সেই মেসেজের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন আলোকচিত্রী ল্যান্স রোমিও। সেগুলো অনলাইনে ভাইরাল হয়েছে।

ওই আলোকচিত্রীর নাম ল্যান্স রোমিও। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ওই নারীর সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি।

রোমিও আরও বলেন, শুরুতে তিনি ভেবেছিলেন ওই নারী তার সঙ্গে মজা করছেন। কিন্তু কথোপকথন যত আগায়, ততই তিনি বুঝতে পারেন, এটা মজা নয়। আক্ষরিক অর্থে ওই নারী তার কাছে টাকা ফেরত চাইছেন।

হোয়াটসঅ্যাপে ওই নারী রোমিওকে লেখেন, ‘আপনি আমাকে এখনো মনে রেখেছেন কি না, জানি না। ২০১৯ সালে ডারবানে আমার বিয়েতে ছবি তুলেছিলেন। এখন আমার বিচ্ছেদ হয়ে গেছে এবং ওই ছবিগুলো আমাদের আর প্রয়োজন নেই। আপনি ভালো ছবি তুলেছিলেন কিন্তু বিচ্ছেদের কারণে সেগুলো এখন অপ্রয়োজনীয়। তাই আপনাকে দেওয়া পুরো অর্থ ফেরত চাই।’

পরে রোমিও টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। পুরো কথোপকথনের স্ক্রিনশট তিনি টুইটারে পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘আমার জীবনটা যেন একটা চলচ্চিত্র। এমন ঘটনা আপনি আর কোথাও দেখতে পাবেন না।’

অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানানোয় রোমিওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন ওই নারী। কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর রোমিওর কাছে দুঃখ প্রকাশ করেন ওই নারীর সাবেক স্বামী। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘আমি লেখাগুলো পড়েছি। এটা বিব্রতকর। আমি তার পক্ষ থেকে ক্ষমা চাইছি।’

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ