নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
করোনার কারণে তিন বছর পর হলো একটি কোম্পানির বার্ষিক ডিনার পার্টি। কর্মীদের জন্য এতে ছিল র্যাফেল ড্র পর্ব। এ র্যাফেল ড্রয়ে প্রথম পুরস্কার হিসেবে এক কর্মী জিতেছেন বেতনসহ ৩৬৫ দিনের ছুটি। এ পুরস্কার জেতার পর থেকে এখন তাকে নিয়ে ঈর্ষা করছে মানুষ। শুধু তা-ই নয়, বিষয়টি জেনে হতবাক হয়ে গেছেন কোম্পানির শীর্ষ কর্মকর্তা।
নাম না জানা এ কোম্পানির ডিনার আয়োজিত হয়েছে চীনের গোয়ানডংয়ের শেনঝেনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, এক লোক চেয়ারে বসে আছেন। পাশে রয়েছেন এক নারী ও এক শিশু। তাদের হাতে রয়েছে বিশাল একটি চেক। তাতে লেখা বেতনসহ ৩৬৫ দিন ছুটি।
ওই কর্মী পুরস্কার জয়ের পর বিশ্বাসই করতে পারছিলেন না। তাই বারবার জানতে চাইছিলেন এ পুরস্কার সত্যি কি না! এখন ওই কর্মীর কাছে জানতে চাওয়া হবে তিনি ছুটির বদলে অর্থ নিতে চান নাকি বেতনসহ ছুটি কাটাতে চান। র্যাফেল ড্রয়ে পুরস্কারের তালিকায় আরও ছিল অতিরিক্ত মজুরিসহ এক বা দুই দিনের ছুটি।
এদিকে নেটিজেনরা ওই কর্মীকে ঈর্ষা করা শুরু করে দিয়েছেন। অনেকেই জানতে চাইছেন, ওই কোম্পানিতে কোনো পদ খালি আছে কি না। অনেকে আবার এ পুরস্কারের বাস্তবায়ন নিয়ে সন্দেহ পোষণ করেছেন। একজন লিখেছেন, তিনি কি ওই পুরস্কার গ্রহণ করেছেন? হয়তো এক বছর তিনি ফেরার পর তার জায়গায় অন্যজনকে দেখতে পাবেন। সূত্র : এনডিটিভি
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ