নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
শিশুরা বিভিন্ন সময়ে নানা ধরনের কাণ্ড ঘটিয়ে বসে। বাবা, মা কিংবা বড়দের সঙ্গে ঝগড়া বা তাদের ওপর রাগ করেও বিভিন্ন ধরনের ঘটনা ঘটায় তারা। তবে চীনের ১১ বছরের একটি শিশু যা ঘটালো তা অবাক করেছে সবাইকে।
কোনো কারণে মায়ের সঙ্গে ঝগড়া হয় শিশুটির। বকা খেয়ে নিজের সাইকেল নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে পড়ে। গন্তব্য নানির বাড়ি। মায়ের নামে নালিশ জানাবে নানির কাছে। কিন্তু তার বাড়ি থেকে নানির বাড়ির দূরত্ব অনেক বেশি।
তবে তাতে কী! নানির বাড়ির উদ্দেশে ২৪ ঘণ্টায় ১৩০ কিলোমিটার পথ পাড়িও দেয় সে। গন্তব্য থেকে মাত্র ঘণ্টাখানেকের দূরত্বে ছিল সে। কিন্তু ব্যস্ত মহাসড়কে একাকী একটি শিশুকে সাইকেল চালাতে দেখে এ সময় পুলিশকে খবর দেন লোকজন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর শিশুটিকে ফিরিয়ে দেয় পরিবারের কাছে।
চীনা সংবাদমাধ্যম সাউথ মনিং পোস্ট জানিয়েছে, ওই শিশুর নানির বাড়ি ঝেইজিয়াং প্রদেশের মেইজিয়াং এলাকায়। মায়ের সঙ্গে ঝগড়া করার পর ভীষণ মন খারাপ হয়েছিল শিশুটির। তাই সে নানির কাছে নালিশ জানাতে মেইজিয়াং যাওয়ার সিদ্ধান্ত নেয়। একা একা সাইকেল নিয়ে রওনা দেয়। সড়কের পাশে থাকা চিহ্ন দেখে দেখে পথ খুঁজে নিয়েছিল সে। অবশ্য কয়েকটি ভুল বাঁক নেওয়ায় শিশুটির সময় বেশি লেগেছিল। বাড়ি থেকে সঙ্গে আনা রুটি ও পানি খেয়ে ক্ষুধা মিটায় সে। একা এতটা পথ একটানা সাইকেল চালানোর মতো দুঃসাহসিক কাজের কথা শুনে অবাক হয়ে যান পুলিশ কর্মকর্তারা।
পুলিশ কর্মকর্তারা জানান, শিশুটিকে উদ্ধার করে গাড়িতে চড়িয়ে পাশের একটি থানায় নিয়ে যাওয়া হয়। তখন শিশুটি বেশ ক্লান্ত ছিল। হাঁটতে পারছিল না। খবর দেওয়া হয় শিশুটির মা-বাবা আর নানিকে। তারা থানায় এসে শিশুটিকে নিয়ে যান।
শিশুটির মা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, বাড়ি থেকে নানির কাছে চলে যাওয়ার কথা বলেছিল তার সন্তান। তিনি ভেবেছিলেন, রাগের মাথায় হয়েতা শিশুটি এমন কথা বলেছে। সত্যি সত্যি সে একা সাইকেল চালিয়ে এতটা পথ পাড়ি দেবে, এটা তিনি ভাবতেও পারেননি।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ