নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবন থেকে আরো ছয়টি নথি জব্দ করা হয়েছে। ডেলাওয়ার অঙ্গরাজ্যে বাইডেনের বাড়িতে ১৩ ঘণ্টা অনুসন্ধানের পর এ নথিগুলো জব্দ করে মার্কিন বিচার বিভাগের তদন্তকারীরা।
রোববার (২২ জানুয়ারি) বাইডেনের আইনজীবীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, গত শুক্রবার বাইডেনের ডেলওয়ারের বাড়িতে মার্কিন বিচার বিভাগের (ডিওজি) তদন্তকারীরা দীর্ঘ ১৩ ঘণ্টা অনুসন্ধান চালিয়েছে। এ সময় তারা আরো ছয়টি গোপন নথির সন্ধান পেয়েছে। নতুন করে পাওয়া যাওয়া নথিগুলো বাইডেনের সিনেটের ও ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের।
বাইডেনের আইনজীবী বব বাউয়ার বলেন, ‘নথিগুলো হাতে লেখা ছিল। সেগুলো জব্দ করে ডিওজির তত্বাবধানে রাখা হয়েছে। ’
অনুসন্ধানের সময় প্রেসিডেন্ট ও তার স্ত্রী জিল বাইডেন ওই বাড়িটিতে ছিল না বলেও জানান আইনজীবী বব।
সূত্র : বিবিসি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ