নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান আসছে ফেব্রুয়ারিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) অশ্রুভেজা চোখে তিনি নিজেই এ ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে জেসিন্ডার শেষ কর্মদিবস হবে আগামী ৭ ফেব্রুয়ারি। এরপর নিউজিল্যান্ড লেবার পার্টিতে তাঁর উত্তরসূরি নির্বাচনে ভোট হবে।
তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর দায়িত্ব কঠিন হওয়ায় আমি সরে দাঁড়াচ্ছি না। যদি এমনটি হতো তাহলে ক্ষমতায় আসার দুই মাস পরই আমি সরে দাঁড়াতাম।’
জেসিন্ডা জানিয়েছেন, তার মনে হচ্ছে বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য তিনি যোগ্য না। এ কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৭ সালে নিউজিল্যান্ডের জোট সরকারের প্রধানমন্ত্রী হন জেসিন্ডা।
সূত্র : আল জাজিরা
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ