নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
নিজের বিয়ের ভোজে সাবেক প্রেমিকদের নিমন্ত্রণ জানিয়ে আলোচনার ঝড় তুলেছেন এক তরুণী। উপস্থিত সাবেক প্রেমিকদের আবার খেতে দিয়েছেন একই টেবিলে।
গত ৮ জানুয়ারি চীনের হুবেই প্রদেশে ঘটেছে এ ঘটনা। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিয়ের ভোজ অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, অনুষ্ঠানে একটি টেবিলে অন্তত পাঁচজন তরুণ বসে আছেন। ওই টেবিলের ওপর রাখা একটি কার্ডে লেখা ‘টেবিলটি সাবেক প্রেমিকদের জন্য’।
তবে সাবেক প্রেমিকার বিয়েতে এসে নীরবে খাবার খেয়ে গেছেন আগত তরুণরা।
যদিও উৎসবমুখর পরিবেশে তাদের অস্বস্তি ফুটে উঠেছে চেহারায়। ওই পাঁচ তরুণের সঙ্গে একই টেবিলে বসেছিলেন দুই তরুণী।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ