নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
পেরুর রাজধানী লিমাসহ আরো তিন অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।
শনিবার (১৪ জানুয়ারি) প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভের প্রেক্ষিতে এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিক্ষোভকালে অন্তত ৪২ জন নিহত হয়েছে।
প্রকাশিত সরকারি গেজেটের ডিক্রি অনুযায়ী, জরুরি অবস্থা ৩০ দিন বলবৎ থাকবে। এ সময়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীকে হস্তক্ষেপের অনুমতি দেয়া হয়েছে।
উল্লেখ্য, পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে অভিশংসন ও গ্রেফতারের পর গত ডিসেম্বর থেকেই বিক্ষোভে উত্তাল পেরু। বিক্ষোভকারীরা আগাম নির্বাচন ও কাস্তিলোর মুক্তির দাবি জানিয়ে আসছে। তবে ইতোমধ্যে সরকার ২০২৪ সালের এপ্রিলে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছে।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ