নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৯১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় তিন লাখে দাঁড়িয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকায় একজন এবং ঢাকার বাইরে তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ১ হাজার ৫৪৩ জন। এর মধ্যে ঢাকা সিটির মধ্যে ৮৯৯ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৪৪ জন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে ২০৪ জন এবং ঢাকা সিটির বাইরে ৭১০ জন। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৯৬৪ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৯৩ হাজার ২৩৫ জন।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ