ঢাকা, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

একদিনে হাজারের নিচে ডেঙ্গুরোগী, ১১ জনের মৃত্যু

প্রকাশনার সময়: ১৭ নভেম্বর ২০২৩, ১৮:৪৯ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৩, ১৮:৫৫
ছবি- সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৯৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৬ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ২০৬ জন এবং ঢাকা সিটির বাইরে ৭৫০ জন। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় আটজন এবং ঢাকার বাইরে তিনজনের মৃত্যু হয়েছে।

এছাড়া বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ২৪৫ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ১ হাজার ৫৩৯ জন। এর মধ্যে ঢাকা সিটির মধ্যে ৮৯৮ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৪১ জন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৫০ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৯২ হাজার ২৬৬ জন।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ