নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ১২২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৩ হাজার ১২২ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৪৯ জন এবং ঢাকার বাইরের ২ হাজার ২৭৩ জন।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১২ জন ঢাকার এবং ৬ জন ঢাকার বাইরের বাসিন্দা বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ