ঢাকা, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৭১

প্রকাশনার সময়: ২৭ জুলাই ২০২৩, ১৭:৪৯
ছবি : ডয়চে ভেলে

দেশে গত ২৪ ঘণ্টায় দেশে ৭১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৪ হাজার ২৪০ জনে।

এদিনে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৭১ জনে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৫ জন। এ পর্যন্ত ২০ লাখ ১১ হাজার ১৫৮ জন সুস্থ হয়েছেন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১ হাজার ৪৫৩টি। পরীক্ষা করা হয় ১ হাজার ৪৫৩টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৮৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ