নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
অল্পবয়সি থেকে শুরু করে মধ্যবয়সি; এমনকি বৃদ্ধরাও অনেকেই ধূমপানে আসক্ত। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপানে মৃত্যুও ঘটে। তবুও এই নেশার প্রতি আসক্তি কমে না ধূমপায়ীদের। ফলে গলায় ক্যান্সারের আশঙ্কা বেড়ে যাচ্ছে।
গলায় ক্যান্সার হওয়ার লক্ষণ দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নেয়া দরকার এবং ধূমপান পরিত্যাগ করা উচিত।
যেসব লক্ষণ দেখে বুঝবেন গলায় ক্যান্সার হয়েছে
গলায় ও মুখে ব্যথা
মুখের ভেতরে ও গলায় অনবরত ব্যথা করলে এবং সেই ব্যথা দীর্ঘস্থায়ী হলে তা ক্যানসারের উপসর্গ হতে পারে। মুখের ভেতরে সাদা দাগ দেখা দিলে এবং সর্দি-কাশি না থাকলেও খাবার গিলতে সমস্যা হলে লক্ষণগুলো এড়িয়ে যাবেন না। তাই এ সমস্যাগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।
শ্বাস নিতে অসুবিধা
নানা কারণে শ্বাস নেওয়ার সমস্যা দেখা দিতে পারে। তবে ওপরের সমস্যাগুলোর সঙ্গে যদি দীর্ঘ দিন শ্বাস নেওয়ার সমস্যা হতে থাকে, তবে এটি হতে পারে গলায় ক্যানসারের লক্ষণ।
দীর্ঘ দিন কফ ও কাশি থাকা
সর্দি-কাশি হলে কফ হয়েই থাকে। তবে দীর্ঘ দিন ধরে কফ ও কাশি হতে থাকলে তা গলায় ক্যানসার হওয়ার উপসর্গ হতেই পারে। এর পাশাপাশি কফের সঙ্গে রক্ত পড়াও হচ্ছে মারাত্মক একটি লক্ষণ।
চোয়াল ও জিহ্বায় সমস্যা
চোয়াল নাড়াতে সমস্যা, জিভে ঘা ও ক্ষত ওষুধ ব্যবহারের পরেও না কমলে তা কিন্তু গলায় ক্যানসার হওয়ার লক্ষণ হতে পারে। এ ছাড়া অনেক সময় জিভ থেকে রক্ত পড়তেও দেখা যায়, সে দিকেও সচেতন থাকুন।
হঠাৎ স্বরে পরিবর্তন
হঠাৎ করেই যদি গলার স্বরের পরিবর্তন হয়ে থাকে, তবে এটি হতে পারে গলায় ক্যানসার হওয়ার উপসর্গ।
এ ছাড়াও হঠাৎ ওজন কমে যাওয়া, মুখ ফুলে যাওয়া, সারাক্ষণ গলা খুসখুস করা, ঠোঁট অসাড় থাকা, গলার সঙ্গে কানেও ব্যথা করা হতে পারে গলায় ক্যানসার হওয়ার লক্ষণ। এই উপসর্গগুলো দেখলেই সময় অপচয় না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
নয়া শতাব্দী/এসএম/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ