নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সংসার সুখের হয় রমণীর গুণে। গৃহিণী থেকে শুরু করে চাকরিজীবী; সব পেশার নারী দুই হাতে নিজের সংসার সামলে রাখেন। স্বামী, সন্তান, পরিবার সবকিছুর খেয়াল রাখেন। স্বামীর অনুপ্রেরণা, শক্তি হয়ে ওঠেন নারী। সন্তানের বন্ধু, দিকনির্দেশক, পরামর্শদাতা হয়ে ওঠেন নারী। উপমহাদেশের প্রেক্ষাপটে নারী ছাড়া সংসার শূন্য।
আর তাই একজন স্ত্রী হিসেবে নারী প্রশংসার দাবিদার। আর আপনার স্ত্রীকে প্রশংসা করার জন্য আজকের দিনটি বেছে নিতে পারেন, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন স্ত্রীর প্রতি। কারণ, আজ স্ত্রীর প্রশংসা দিবস।
প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রোববার যুক্তরাষ্ট্রে স্ত্রীর প্রশংসা দিবস উদযাপিত হয়। ২০০৬ সালে দেশটিতে প্রথম দিবসটি উদযাপিত হয়। তারপর থেকে এটি অনেক দেশে পালিত হয়ে আসছে। তবে, দিবসটির নেপথ্যের কাহিনী নিয়ে খুব বেশি তথ্য জানা না গেলেও মনে করা হয়, স্ত্রীর প্রশংসা দিবসটি মূলত স্ত্রীদের প্রতি সম্মান জানানোর জন্য উদযাপন করা হয়। হোম মেকার হয়ে যেভাবে পরিবারকে আগলে রাখে তার প্রতি সম্মান জানানো হয়।
বিয়ের সুবর্ণজয়ন্তী পার করলেও উচিত স্ত্রীকে তার সম্মান দেয়ার জন্য একটি দিন তাকে প্রসংশা করা। আজকের দিনে আপনার স্ত্রীকে সারপ্রাইজ দিতে পারেন।
নয়া শতাব্দী/এসএম/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ