নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বিশ্বব্যাপী প্রযুক্তিভিত্তিক সংগঠন মনস্টারল্যাব এন্টারপ্রাইজ সলিউশনসের (এমএলইএস) একটি বিশেষ সেমিনার ‘ক্যাটালিস্টস অব চেঞ্জ: এমপাওয়ারিং ইনোভেশন অ্যান্ড গ্রোথ’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর রেনেসাঁ গুলশান হোটেলের ক্রিস্টাল হলরুমে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যে সক্রিয়ভাবে অংশ নিতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ সংগঠনটি। লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থানীয় প্রতিভায় বিনিয়োগ, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য উদ্যোগগুলোকে সমর্থন করা। তারা শুধুমাত্র বাংলাদেশের প্রবৃদ্ধি থেকে উপকৃত হতেই চান না, তারা চান এদেশের অর্থনৈতিক উৎকর্ষের পথে সত্যিকারের অংশীদার হতে বলে দাবি করেন মনস্টারল্যাব হোল্ডিংস ইনকর্পোরেটেডের গ্রুপ ডেপুটি সিইও, সিএফও এবং ইবিএম ইওশিহিরো নাকাহারা।
মনস্টারল্যাব এন্টারপ্রাইজ সলিউশনসের ব্যবস্থাপনা পরিচালক আর খান দীপ্ত বলেন, এমএলইএস-এর এই আর্থিক উদ্ভাবন তাদের জন্য কেবল একটি ব্যবসায়িক কৌশলই নয়, এটি তাদের নিজস্ব সত্ত্বার একটি অংশ। এর মাধ্যমে তাদের দৃষ্টিভঙ্গি আর্থিক উদ্ভাবনের সীমানা অতিক্রম করেছে এবং নতুন লেনদেনের পদ্ধতি, তার পরিচালনা এবং প্রবৃদ্ধিকে উৎসাহিত করেছে।
ড. নাহিম মাহতাব তার বক্তব্যে বলেন, এমএলইএসের সাথে তাদের একটি সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্কের মাধ্যমে তারা ডিজিটাল বিশ্বে এমএলইএসের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ। খরচ কমানোর মাধ্যমে অটোমেশন গ্রহণ করে তারা তাদের ব্যবসাকে ক্রমাগত রূপান্তরিত করে চলেছে এবং এভাবেই ধীরে ধীরে সাফল্য অর্জন করতে সক্ষম হচ্ছে।
অনুষ্ঠানটির মাধ্যমে অংশগ্রহণকারীরা এই নতুন সময়ে, নতুন পরিবর্তনের সাথে কিভাবে খাপ খাইয়ে নতুন এই ডিজিটাল প্রযুক্তি গ্রহণ করে নিজেদের ব্যবসাকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারবেন তার একটি স্বচ্ছ ধারণা লাভ করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ইন্টেলিজেন্ট মেশিনের প্রতিষ্ঠাতা ও সিইও অলি আহাদ, বাড়িকই টেকনোলজিস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার তাইফ, সিপিএ অভিজ্ঞ কৌশলবিদ এবং এক্সপো গ্রুপ বাংলাদেশের পরিচালক ও প্রধান নির্বাহী পরিচালক এবং ডাটাফোর্ট লিমিটেডের পরিচালক মাহমুদুল হাসান খসরু এফসিএ।
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ