ঢাকা, বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০, ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

ঘুরে আসুন পরশুরাম রাবার বাগান থেকে

প্রকাশনার সময়: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৯ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০

ভ্রমণপাগল মানুষেরা ঘুরার জন্য নতুন নতুন জায়গা খুঁজে বেড়ায়। কোনো একটা জায়গায় গেলে সেই জায়গার আনাচেকানাচে না ঘুরলে যেন আনন্দই হয় না। সে পাহাড়-পর্বত, হাওড়- বিল হোক বা কোনো বাগান বা ঝোঁপঝাড়। ভ্রমণপ্রেমীদের একটু হলেও ঢুঁ মারতে হবে সবখানেই। এমনই ফেনী শহরে গেলে আপনি যেতে পারেন পরশুরাম রাবার বাগানে। দেখতে পারেন কিভাবে রাবার সংগ্রহ করা হচ্ছে, কিভাবেই বা এর প্রক্রিয়া করা হচ্ছে।

ইতিহাস

ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সীমান্তবর্তী জয়ন্তী নগর গ্রামে ব্যাক্তিগত উদ্যোগে পরশুরাম রাবার বাগান গড়ে তোলা হয়েছে। ২০১০ সালে হাজী মোঃ মোস্তফা প্রায় ২৫ একর জায়গা জুড়ে ৮,০০০ রাবার গাছ রোপণের মাধ্যমে এই বাগান প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে দীর্ঘ ৮ বছর পরিচর্চার মাধ্যমে ২০১৮ সালে এই রাবার বাগান থেকে প্রথম কষ আরোহণ শুরু হয়।

যা দেখবেন

রাবার গাছের কষ সংগ্রহের জন্য গাছের গোড়া থেকে ৭০-৭৫ সে.মি উপরে কাটা অংশের নীচে মাটির বাটি বসানো হয়। রাবার বাগান থেকে কষ সংগ্রহ করে শুকনো রাবার শিটে পরিণত করতে সাতদিন সময় লাগে। এই প্রক্রিয়া শেষে রোলার মেশিনের সাহায্যে কষ থেকে পানি বের করে ড্রিপিং শেডে শুকিয়ে ধুমঘরে পোড়ানো হয়। সাধারণত রাবার গাছ থেকে ৩০-৩২ বছর পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে কষ সংগ্রহ করা হয়ে থাকে। সারি সারি এই রাবার গাছ ও রাবার প্রক্রিয়াজাতকরণ দেখতে প্রতিদিনই অসংখ্য দর্শনার্থী পশুরাম রাবার বাগানে আসেন।

উপযুক্ত সময় সাধারণত অক্টোবর থেকে জানুয়ারি মাস রাবার উৎপাদনের ভরা মৌসুম। এই চার মাস রাবার বাগানে যাওয়ার জন্য উপযুক্ত সময়।

যেভাবে যাবেন ঢাকা থেকে বাসে ফেনী যেতে পারবেন। এ ছাড়া কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে ট্রেনে ফেনী আসতে পারবেন। ফেনী জেলা থেকে সিএনজি, ইজিবাইকের মত স্থানীয় যানবাহনে পরশুরাম উপজেলা হয়ে রাবার বাগানে যেতে পারবেন।

যেখানে থাকবেন ফেনী জেলার উল্লেখযোগ্য আবাসিক হোটেলের মধ্যে হোটেল বিলাস, হোটেল আল করিম, হোটেল গাজী ও হোটেল মিড নাইট অন্যতম।

যেখানে খাবেন পরশুরাম উপজেলায় হালকা চা-নাস্তার দোকান রয়েছে। এ ছাড়া ফেনী শহরে বাঙলি খাবারের অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে। ফেনীর জনপ্রিয় খাবারের মধ্যে চালের সেমাই, মহিষের দুধের ঘি, তিলের তৈরি বিভিন্ন মিষ্টান্ন ও খণ্ডালের মিষ্টি অন্যতম।

নয়া শতাব্দী/এসএম/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ