নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ভ্রমণপাগল মানুষেরা ঘুরার জন্য নতুন নতুন জায়গা খুঁজে বেড়ায়। কোনো একটা জায়গায় গেলে সেই জায়গার আনাচেকানাচে না ঘুরলে যেন আনন্দই হয় না। সে পাহাড়-পর্বত, হাওড়- বিল হোক বা কোনো বাগান বা ঝোঁপঝাড়। ভ্রমণপ্রেমীদের একটু হলেও ঢুঁ মারতে হবে সবখানেই। এমনই ফেনী শহরে গেলে আপনি যেতে পারেন পরশুরাম রাবার বাগানে। দেখতে পারেন কিভাবে রাবার সংগ্রহ করা হচ্ছে, কিভাবেই বা এর প্রক্রিয়া করা হচ্ছে।
ইতিহাস
যা দেখবেন
উপযুক্ত সময় সাধারণত অক্টোবর থেকে জানুয়ারি মাস রাবার উৎপাদনের ভরা মৌসুম। এই চার মাস রাবার বাগানে যাওয়ার জন্য উপযুক্ত সময়।
যেভাবে যাবেন ঢাকা থেকে বাসে ফেনী যেতে পারবেন। এ ছাড়া কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে ট্রেনে ফেনী আসতে পারবেন। ফেনী জেলা থেকে সিএনজি, ইজিবাইকের মত স্থানীয় যানবাহনে পরশুরাম উপজেলা হয়ে রাবার বাগানে যেতে পারবেন।
যেখানে থাকবেন ফেনী জেলার উল্লেখযোগ্য আবাসিক হোটেলের মধ্যে হোটেল বিলাস, হোটেল আল করিম, হোটেল গাজী ও হোটেল মিড নাইট অন্যতম।
যেখানে খাবেন পরশুরাম উপজেলায় হালকা চা-নাস্তার দোকান রয়েছে। এ ছাড়া ফেনী শহরে বাঙলি খাবারের অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে। ফেনীর জনপ্রিয় খাবারের মধ্যে চালের সেমাই, মহিষের দুধের ঘি, তিলের তৈরি বিভিন্ন মিষ্টান্ন ও খণ্ডালের মিষ্টি অন্যতম।
নয়া শতাব্দী/এসএম/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ