বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০

ইউরোপ ভ্রমণে ঘুরে আসুন মন্ট সেন্ট মিচেলে

প্রকাশনার সময়: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৩

ভ্রমণপিপাসুদের কাছে ইউরোপের সবচেয়ে জনপ্রিয় শহরের নাম ফ্রান্স। প্রথমবারের মতো ইউরোপ ঘুরতে গেলে প্রথম তালিকাতেই থাকে ফ্রান্সের নাম। ফান্সে গেলে অবশ্যই তালিকায় রাখবেন মন্ট সেন্ট মিচেল দ্বীপ। ফ্রান্সের শীর্ষ দর্শনীয় স্থান গুলোর মধ্যে এই দ্বীপ অন্যতম।

ইতিহাস

ফ্রান্সের নরমান্ডিতে অবস্থিত ফ্রান্সের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী দ্বীপ মন্ট সেন্ট মিচেল অতীতে মূল ভূ-খণ্ডের একটি অংশ ছিল। প্রায় কয়েক’শ বছর আগে সমুদ্রের জোয়ারের ধাক্কায় চারপাশ বিলীন হয়ে মূল ভূ-খণ্ড থেকে আলাদা হয়ে সমুদ্রের বুকে অবির্ভাব ঘটে ক্ষুদ্র এই দ্বীপের।

মূল ভূ-খণ্ডের সাথে এই দ্বীপটির প্রথম যোগাযোগ ব্যবস্থা চালু হয় ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে। ১৮৭৯ সালে প্রথম দ্বীপটির সাথে যোগ-সূত্র স্থাপনের জন্য কাঠের একটি সেতু নির্মাণ করা হয়েছিলো। পরে ২০১৪ সালে নতুন যে সেতুটি নির্মাণ করা হয়েছে, তা দিয়ে জোয়ারের সময়ও খুব সহজেই পৌঁছানো যায় দ্বীপে।

যা দেখবেন

উত্তরীয় ফ্রান্সের উপকূলে অবস্থিত ছোট্ট এই দ্বীপটির চারপাশে ছুঁটে চলা উত্তাল সমুদ্র আর তার বিশাল গর্জন পর্যটকদের অন্যতম এক আকর্ষণের বিষয়। মন্ট সেন্ট মিচেল দ্বীপের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে অদ্ভুদ এক কাল্পনিক দূর্গ। যদিও এই দূর্গটি আশ্রম নামেই বেশ পরিচিত। অষ্টম শতকের শুরুর দিকে ছোট্ট একটি আশ্রম তৈরী করা হয়েছিল, যা পরবর্তীতে পুনস্থাপন করা হয়। এই আশ্রমটি ছাড়াও মন্ট সেন্ট মিচেল-এ পাহাড়ের উপর আরো বেশ কিছু দালানকোঠা দেখতে পাওয়া যায়, যেগুলোর বেশির ভাগই ১৩ শতকে গথিক নির্মাণ রীতিতে বানানো হয়েছে। এসব দেখতেই প্রতিদিন অসংখ্য পর্যটক পাড়ি জমায় এই দ্বীপে। এত সব পর্যটকের ভীড়েও দ্বীপটিতে রয়েছে কিছু স্থায়ী বাসিন্দা। এ দ্বীপে ঘুরতে আসা পর্যটকরাই এদের জীবনযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ অবলম্বন।

যেভাবে যাবেন

মন্ট সেন্ট মিচেল -এর অবস্থান ও যাতায়াত ব্যবস্থা উত্তরীয় ফ্রান্সের উপকূলে নরমান্ডিতে অবস্থিত এই দ্বীপে যাতায়াত ব্যবস্থা বেশ ভালো। স্থল পথের বিভিন্ন যানবাহনে চড়ে খুব সহজেই এই দ্বীপে যাওয়া যায়। এই দ্বীপে যাওয়ার জন্য সরাসরি কোনো ট্রেন নেই। তাই আপনি চাইলে খানিকটা পথ ট্রেনে গিয়ে বাকিটা পথ অন্য কোনো যানবাহনে যেতে পারেন। তবে মন্ট সেন্ট মিচেল এ পৌঁছানোর সবচেয়ে উপযোগী মাধ্যম হচ্ছে গাড়ি কিংবা মোটরসাইকেল। তা ছাড়া বাসে চড়ে খুব সাচ্ছন্দেই ভ্রমণ করা যায় অপরূপ দ্বীপ।

মন্ট সেন্ট মিচেলে যাওয়ার সময় জুলাই ও আগস্ট মাসে মন্ট সেন্ট মিচেল প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত খোলা থাকে।

মার্চ ও অক্টোবর এই দুই মাস (বিদ্যালয় ছুটির দিন ব্যতীত) মন্ট সেন্ট মিচেল প্রতিদিন সকাল ৯: ৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত এবং দুপুর ২:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ পর্যন্ত খোলা থাকে।

নভেম্বর , ডিসেম্বর , জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে (বিদ্যালয় ছুটির দিন ব্যতীত) এই দ্বীপটি সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত এবং দুপুর ২:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত খোলা থাকে।

বছরে দুই দিন অর্থাৎ ২৫ -শে ডিসেম্বর এবং ১লা জানুয়ারী এখানকার পর্যটন দফতরটি বন্ধ থাকে।

নয়া শতাব্দী/এসএম/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ