ঢাকা, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

ইলিশের দেশে একদিন

প্রকাশনার সময়: ২২ আগস্ট ২০২৩, ১৩:০৪

ইলিশের প্রতি আমাদের আলাদা একটা আগ্রহ আছে। ইলিশ মাছের স্বাদে বাঙালি আত্মহারা থাকবেই। তাই তো বাজার থেকে টাটকা ইলিশ কিনে আনা কিংবা ইলিশের স্বাদে বুঁদ হওয়ার জন্য ঢাকা থেকে ডে লং ট্যুর হিসাবে চাঁদপুর ভ্রমণ বেশ জনপ্রিয়। ঢাকা থেকে লঞ্চে করে চাঁদপুর যেতে প্রায় চার ঘণ্টা সময় লাগে। তাই খুব সকালে রওনা হয়ে চাঁদপুর গিয়ে রাতে ঢাকা ফিরে আসা যায়।

চাঁদপুর যা দেখবেন

চাঁদপুর আসবেন আর সদরের বড়স্টেশন মোলহেড নদীর মোহনায় আসবেন না এমন হতেই পারেন না। তিন নদীর মোহনায় কাটানো সময়গুলো আপনার স্মৃতিতে অমলিন থাকবে নিশ্চিত ভাবেই। আরো দেখতে পারেন মিনি কক্সবাজার, চাঁদপুর জেলার ঐতিহ্যের প্রতীক ইলিশ চত্বর, অঙ্গীকার ভাষ্কর্য, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুক্তিযুদ্ধের স্মারক, রূপসা জমিদার বাড়ি ইত্যাদি। আর চাঁদপুরের সৌন্দর্য্য ইলিশের মোকাম বা বাজারটি বড় স্টেশনের কাছেই তাই বিকেলের সময়টা নদী মোহনায় কাটিয়ে সন্ধায় চলে যেতে পারেন ইলিশ বাজারে। পছন্দমত রূপালি ইলিশ কিনে সাথে নিয়ে আসার জন্যও আছে সুব্যবস্থা এখানে।

যেখানে খাবেন

চাঁদপুর বড় ষ্টেশনের ইলিশ বাজার থেকে পছন্দের ইলিশ কিনে খাওয়ার সুযোগ রয়েছে। বড় স্টেশন মোকামে বরিশাল, ভোলা এবং সামুদ্রিক ইলিশও পাওয়া যায়। মোকামের আশেপাশে বেশ কিছু দোকান রয়েছে, যেখানে এই মাছ কিনে দিলে তারাই রান্না করে আপনাকে খাওয়াবে। ইলিশ মাছ ভাঁজা, লেজের ভর্তা, বেগুন ভাঁজা দিয়ে গরম গরম ভাত খেতে পারবেন।

চাঁদপুর যাওয়ার উপায় ঢাকা থেকে চাঁদপুর যাওয়া যায় বাসে, ট্রেনে ও লঞ্চে। তবে সবচেয়ে ভালো হবে লঞ্চে করে গেলে। এতে একদিনে ভ্রমণের মজাটা আরও বেড়ে যাবে। ঢাকা-চাঁদপুর রুটে চলাচলকারী লঞ্চের মধ্যে এমভি সোনারতরী, এমভি তাকওয়া, এমভি বোগদাদীয়া, এমভি মেঘনা রাণী, এমভি আল বোরাক, এমভি ঈগল, এমভি রফরফ, এমভি তুতুল প্রভৃতি উল্লেখযোগ্য।

প্রতিদিন সদরঘাট থেকে সকাল ৭টা থেকে এক বা আধ ঘন্টা পরপর চাঁদপুরগামী লঞ্চ ছেড়ে যায়। ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার ভাড়া সাধারণত, ডেক ১০০ টাকা, চেয়ার ১৫০ টাকা, নন এসি সিংগেল কেবিন – ৫০০ টাকা, নন এসি ডাবল ৮০০ টাকা, সিঙ্গেল এসি ১০০০ টাকা এবং এসি ডাবল ১৫০০ – ২০০০ টাকা। লঞ্চে ঢাকা থেকে চাঁদপুর যেতে সময় লাগে ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা।

মাছ চিনবেন যেভাবে আপনি যদি চাঁদপুরের ইলিশ চান তবে চকচকে রূপালি রং দেখে ইলিশ কিনবেন। সমুদ্রের ইলিশে রূপালি রঙের সাথে এক ধরনের লালচে আভা থাকে।

নয়া শতাব্দী/এসএম/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ