ঢাকা, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৮ জিলকদ ১৪৪৪

ঘুরে আসুন টাঙ্গুয়ার হাওর

প্রকাশনার সময়: ২৪ মে ২০২৩, ১৮:৫১ | আপডেট: ২৪ মে ২০২৩, ১৮:৫৩

মনোরম প্রাকৃতিক পরিবেশে নিজেকে হারিয়ে ফেলতে যেতে পারেন টাঙ্গুয়ার হাওর। প্রকৃতি, গ্রামীণ জীবন, নদী, হাজারো ছবি দেখতে পারবেন সেখানে।

হাতে দুইদিন সময় নিয়ে পরিবার বা বন্ধুবান্ধবদের নিয়ে ঘুরে আসুন টাঙ্গুয়ার হাওর। হাউজ বোট ভাড়া করে গেলে একদম চিন্তা ছাড়াই ঘুরতে পারবেন হাওর। আপনাকে শুধু তাহিরপুর ঘাটে আসতে হবে, বাকি কাজ এজেন্সি বা বোটের মালিক করবে। খাওয়া-দাওয়ার ব্যবস্থা, ঘুরানো সব দায়িত্ব হাউজ বোটের। আপনি শুধু নৌকার গলুয়ে বসে প্রকৃতিকে দেখবেন-

যা যা দেখবেন

তাহিরপুর থেকে যাত্রা শুরু করে প্রথমে দেখা মিলবে নীলাদ্রি লেকের। এরপর লাকমাছড়া হয়ে মেঘালয় পাহাড়ের দিকে যেতে হবে। সেখানে রাতে থাকতে হবে। বোটেই থাকার সুযোগ পাবেন। এরপর সকালে আবার হাওর যাত্রা শুরু করবেন। বারিক্কা টিলা, যাদুকাটা নদী ও শিমুলবাগান ঘুরে সন্ধ্যার মধ্যে তাহিরপর ফিরতে হবে।

যেভাবে যাবেন

টাঙ্গুয়ার হাওর যেতে হলে সবার আগে যেতে হবে সিলেটের সুনামগঞ্জ। ঢাকা থেকে সরাসরি বাসে করে সুনামগঞ্জ যাওয়া যাবে। সুনামগঞ্জের বৈঠাখালি ব্রিজ থেকে লেগুনা, সিএনজি বা মোটরসাইকেলে করে যেতে হবে ৩৫ কিলোমিটার দূরের তাহিরপুরে। মোটরসাইকেল ভাড়া নেবে জনপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা। তাহিরপুর থেকেই টাঙ্গুয়ার হাওর শুরু।

আগ থেকেই বোট ভাড়া করে রাখতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন ট্রাভেল গ্রুপের মাধ্যমেও বোট ভাড়া করতে পারবেন।

নয়া শতাব্দী/এসএম/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ