ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

টুইটারকে টেক্কা দিতে জ্যাকের ব্লু স্কাই

প্রকাশনার সময়: ০৪ মে ২০২৩, ১৪:৪৫

আলোচনার শীর্ষে থাকা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারের বিকল্প নিয়ে এলেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। ব্লু স্কাই নামে টুইটারের বিকল্প এপ্লিকেশন নিয়ে আসছেন তিনি।

২০১৯ সালে কাজ শুরু করলেও কিছুদিন আগেই ব্লু স্কাই চালুর ঘোষণা দেন জ্যাক। ব্লু স্কাই টুইটারের মতোই কাজ করবে এবং এর লুক ও ফিচারও একই রকম। এখানেও টেক্সট ও ছবি পোস্ট করতে পারবেন ব্যবহারকারীরা।

ইলন মাস্কের মালিকানায় যাওয়ার পর টুইটারে সমস্যা ও অভিযোগ শেষই হচ্ছে না। বেশিরভাগ সেলিব্রেটি ব্যবহারকারীরা পেইড সাবস্ক্রিপশনের কারণে ব্লু ব্যাজ হারাচ্ছেন। এই ধরনের সমস্যার কারণে ব্যবহারকারীরা টুইটার ছেড়ে ব্লু স্কাই ব্যবহার শুরু করেছেন।

একটি ইন্টারফেস তৈরি করে অন্যান্য সকল সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো সংযুক্তি করার উদ্দেশ্য নিয়েই ব্লু স্কাই নামে টুইটারের বিকল্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করেন জ্যাক ডরসি।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ

x
Naya Shatabdi