ঢাকা, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

রোমানিয়া যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা জারি 

প্রকাশনার সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৮
ফাইল ছবি

রোমানিয়া যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) একটি বিজ্ঞপ্তি দিয়ে এই সতর্কবার্তা জারি করা হয়।

সম্প্রতি বোয়েসেলের কোম্পানি সচিব (উপ-সচিব) এস এম শফি কামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোশাককর্মী পাঠাতে রোমানিয়ার সোনোমা স্পোর্টসওয়্যার (এসআরএল), বাংলাদেশের ইউরোপীয় ফ্যাশন লিমিটেড ও বোয়েসেলের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির মেয়াদ গত ৪ সেপ্টেম্বর শেষ হয়েছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় রোমানিয়ার ওই কোম্পানিতে বোয়েসেলের মাধ্যমে কোনো কর্মী পাঠানো হবে না। এ অবস্থায় বোয়েসেলের নাম ব্যবহার করে রোমানিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো কোম্পানি/এজেন্সি/ব্যক্তির সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

বোয়েসেল জানিয়েছে, সম্প্রতি বোয়েসেলের নাম ব্যবহার করে কিছু প্রতিষ্ঠান বিদেশগামী ব্যক্তিদের প্রতারিত করার চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় কেউ যেনো প্রতারিত না হয়, সেজন্য এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

নয়া শতাব্দী/এমবি/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ