নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ঢাকাসহ দেশের বেশির ভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। একই সাথে কমতে পারে গরমের তীব্রতা।
সোমবার (১৮ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী দুই-তিন দিন বৃষ্টি বেড়ে গরম কমতে পারে। বাতাসে আর্দ্রতা কমে শুষ্কতা বাড়ছে। ভোরের দিকে হালকা শীতের বাতাসও বইছে। চলতি মাসের শেষের দিকে মৌসুমি বায়ু বিদায় নিলে বিভিন্ন স্থানে কুয়াশা ও শিশির পড়া শুরু করবে।
রোববার দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপে- ১০ মিলিমিটার। সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে- ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ