নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচেই সৌদি আরবের বিপক্ষে হারের ধাক্কায় ভেঙে পড়েছে আর্জেন্টিনার পুরো দল। হতাশায় নিমজ্জিত আর্জেন্টিনার ফুটবল সমর্থকরাও। উল্টো চিত্র চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-সমর্থকদের। আর্জেন্টিনার হার বেশ উপভোগ করছেন তারা। আর্জেন্টিনা নিয়ে ট্রল ও খোঁচা মেরে যাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
এদিকে ব্রাজিলের সমর্থক জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা। বিশ্বকাপে প্রিয়দলের খেলা মিস করেন না এই অভিনেত্রী।
একটি গণমাধ্যমকে মোনালিসা বলেন, প্রথম দিনের খেলায় ব্রাজিল জয় পাবে। ব্রাজিল অবশ্যই জয়ী হবে। এই দলের সাপোর্টার হিসেবে আমি শতভাগ আত্মবিশ্বাসী।
তিনি আরো বলেন, ব্রাজিলের খেলার মধ্যে ছন্দ আছে, যা অন্য দলের নেই। কোনো দলকে ছোট করছি না। কিন্তু, ব্রাজিল অনেক ভালো টিম নিয়ে খেলতে আসছে।
ছোটবেলা থেকেই ব্রাজিলের ভক্ত মোনালিসা। হলুদ জার্সি ও এই দলের খেলা তাকে বেশি টানে। এছাড়া, ছোটবেলায় বইয়ের পাতায় ফুটবলের জাদুকর পেলের নাম শুনেও দলটির প্রতি আলাদা টান তৈরি হয়েছে। এখন সেটা আরও বেশি গভীর হয়েছে।
মোনালিসা বলেন, নেইমারের খেলা খুব ভালো লাগে। নেইমারের ছন্দময় খেলা এবার ব্রাজিলকে চ্যাম্পিয়ন বানাবে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ