নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
অনাকাঙ্ক্ষিত ঘটনায় বন্ধ হয়ে যাওয়া তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ আবারও শুরু হতে যাচ্ছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) আয়োজক প্রতিষ্ঠান জি নেক্সটের কর্মকর্তা অর্নিল হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশগ্রহণকারী আট দলের অধিনায়করা একসঙ্গে বসেছিলেন। তারা লিগটি আবারও শুরু করার ব্যাপারে সম্মত হয়েছেন। তারা আগামী ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন লিগের বাকি খেলাগুলোর আয়োজন করতে চাচ্ছেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর তারিখ জানানো হবে।
আয়োজক কমিটি জানায়, খেলায় যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে কোন থানায় এবং কত জনের নামে মামলা হয়েছে তা প্রকাশ করেনি।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ। কিন্তু দ্বিতীয় দিনেই খেলা চলাকালে দুই দলের সদস্যরা মারামারিতে জড়ান। এতে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় লিগটি সাময়িক স্থগিত করা হয়।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ