নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য রাস্তা এবং ভারতের সবচেয়ে চমৎকার স্থানগুলোর মধ্যে অন্যতম ‘উমলিং লা’। যা ভুপৃষ্ঠ থেকে ১৯ হাজার ২৪ ফুট উচ্চতায় অবস্থিত। সেখানেই সম্প্রতি ‘ভাইব্রেন্ট লাদাখ ফেস্টিভ্যাল’র অধীনে অনুষ্ঠিত হয়ে গেল একটি আন্তর্জাতিক ফ্যাশন শো। সর্বোচ্চ উচ্চতায় অনুষ্ঠিত এই ফ্যাশন শোটি বিশ্ব রেকর্ডের বুকে জায়গা করে নিয়েছে। যেটাকে বিশ্বরেকর্ডের স্বীকৃতি দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষ।
‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ ‘এক বিশ্ব এক পরিবার’ এমন স্লোগানে অনুষ্ঠিত আয়োজনটিতে অংশ নিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের রাফাহ নানজিবা তোরসা। বিশ্বের সবচেয়ে উঁচু যান চলাচলের উপযোগী সড়কে অনুষ্ঠিত ফ্যাশন শোতে অংশ নিয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে আরও ১১টি দেশের মডেল অংশ নেন।
এবার তোরসা দলীয়ভাবে গড়লেন একটি বিশ্বরেকর্ড। সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র ২০১৯ সালের আসরে অংশ নিয়েছিলেন তোরসা। সেখানে তিনি বিজয়ী হয়েছিলেন। ‘মিস ওয়ার্ল্ড’র আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছেন।
সফলতার পর তোরসা বলেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মতো এমন একটি জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে পেরেছি, এটা আমার জন্য গর্বের। বিজিএমইএ (বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি) এ আয়োজনে আমাকে অনেক সহযোগিতা করেছে। আগামীতেও দেশ, শোবিজ ও গার্মেন্টস সেক্টরে এমন আরও অর্জনের চেষ্টা করে যাব। এই প্রথম কোনো বাংলাদেশি মডেল-অভিনেত্রী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ভাগিদার হলেন। ফ্যাশন শোতে অংশ নেওয়া ১২ জন মডেলকেই আলাদা আলাদা সনদ দেওয়া হবে। যেটা শিগগিরই হাতে পাবেন বলে জানান এই তরুণী।
নয়া শতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ