ঢাকা, বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০, ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরছেন পরীমণি

প্রকাশনার সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৮ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৪

মাতৃত্বের কারণে দীর্ঘদিন শুটিং থেকে দূরে ছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। অবশেষে দুই বছর পর তিনি ফিরছেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বনানী ক্লাবে সরকারি অনুদানের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

‘ডোডোর গল্প’ নামের ছবিটি পরিচালনা করবেন রেজা ঘটক। সিনেমাটিতে পরীকে দেখা যাবে কাজল চৌধুরী নামের এক চরিত্রে।

জানা গেছে, আগামী ৫ অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু হবে। এ ছবির মধ্য দিয়ে শুটিংয়ে নামছেন নায়িকা। ছবিটিতে দেখা যাবে ৮৭ জন শিল্পীকে এবং শুটিং হবে ২৫টিরও বেশি লোকেশনে।

পরীমণি বলেন, ছবিটি নিয়ে বেশ কিছুদিন ধরে কথা হচ্ছিল। গল্পটা আমার ভীষণ ভালো লেগেছে।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ