নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ঢাকাই সিনেমার স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মবার্ষিকী মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্ম নেন চৌধুরী সালমান শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। তিনি বেঁচে থাকলে এখন তার বয়স হতো ৫২ বছর।
সালমানের জন্মদিনে তার কাছের মানুষ, সহ-অভিনেতা ও পরিচালকেরা স্মৃতিকাতর হয়ে ওঠেন। তেমনই একজন হলেন নির্মাতা রেজা হাসমত। তিনি গণমাধ্যমকে জানান, সালমান শাহের জীবনের সবশেষ শুটিং-ডাবিং তার ‘প্রেম পিয়াসী’ সিনেমায়। এতে সালমান শাহ ছাড়াও অভিনয় করেছেন শাবনূর, রাজীব, মিশা সওদাগরসহ অনেকে।
নির্মাতা রেজা বলেন, “সিনেমার ডাবিংয়ে আসার আগের দিন ১১টায় তার মৃত্যুর খবর পাই। প্রথমে ভেবেছিলাম অ্যাক্সিডেন্ট করেছেন। যখন জানতে পাই তিনি মারা গেছেন, আমি প্রায় ৪ ঘণ্টা সেন্সলেস ছিলাম। তারপর কী হয়েছে বলতে পারব না!”
তিনি বলেন, “অনেকটা সময় তার সাথে পার করেছি। তার বাসায় গিয়েছি, আড্ডা দিয়েছি। কিন্তু তিনি আত্মহ্ত্যা করবেন ভাবতে পারিনি। ধোঁয়াশা আছে তাকে মেরে ফেলা হয়েছে। এ ব্যাপারে আমি কিছু জানি না। কারণ আমি ঘটনাস্থলে ছিলাম না। একমাত্র আল্লাহই জানেন, আর তিনি জানেন। এছাড়া যদি তার মৃত্যুর সাথে কেউ জড়িত থাকেন তারা জানেন।”
নির্মাতা রেজা বলেন, “আমার যেটা মনে হয়- সালমান খুব ডেসপারেট এবং জেদি ছিলেন। আমার মনে হয় নিজেকে কন্ট্রোল করতে না পেরে তার স্ত্রীকে ভয় দেখাতে ফাঁসির অভিনয় করতে গিয়ে অরজিনালি ফাঁসি হয়ে গেছে তার। এটা আমার ধারণা। এছাড়া ওই সময়ে ওই বাসাতে এ ধরনের কোনো ঘটনা ঘটবে বলে আমার মনে হয় না। তা ছাড়া সালমানকে মেরে ফেলা হবে এটাও আমার মনে হয় না। কারণ সালমান এমনই এক ব্যক্তি ছিলেন, তার শত্রুও তাকে ভালোবাসতেন। তার শত্রু ছিল না। হয়তো ব্যক্তিগত জীবনের টানাপোড়নে আত্মহত্যা করে ফেলেছেন কিংবা নিজের অজান্তে হয়ে গেছে- এমন একটা কিছু হতে পারে।”
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ