ঢাকা, বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০, ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

বাংলাদেশে প্রথম সপ্তাহে কত আয় করল জওয়ান

প্রকাশনার সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০০

বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’। মুক্তির পর থেকে সারা বিশ্বে ঝড় তুলেছে সিনেমাটি। প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ছবিটি আয় করেছে প্রায় ৭০০ কোটি রুপি। এর মধ্যে শুধু ভারতেই ছবিটির আয় ৩৮৬ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৫০০ কোটি টাকার বেশি।

ভারতের সাথে বাংলাদেশেও একইদিনে মুক্তি পেয়েছিল জওয়ান। দেশের ৪৬টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পর প্রথম দিন থেকেই ২৫৩টি করে শো চলছে জওয়ানের। যেই সংখ্যা এই সপ্তাহে আরও বেড়েছে। এতে প্রথম সপ্তাহেই সিনেমাটির বাংলাদেশে আয় দাঁড়িয়েছে ৫৫ লাখ টাকা।

এই তথ্য নিশ্চিত করে দেশে জওয়ান ছবি আমদানিকারক পরিচালক অনন্য মামুন জানান, এর আগে শাহরুখের পাঠান ছবি প্রথম সপ্তাহে দেশে আয় করেছিল ২৫ লাখ টাকা। সে হিসেবে জওয়ানের আয় হয়েছে দ্বিগুণ।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ