নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
প্রথম দুই সংসারের পর এবার তৃতীয় সংসারও ভেঙে যাচ্ছে পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্সের। স্বামী স্যাম আজগারির সঙ্গে খুব শীঘ্রই ডিভোর্স হতে চলেছে গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী এ গায়িকার।
চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি জানিয়েছে, বিয়েবিচ্ছেদের প্রস্তুতির জন্য হলিউডের একটি আইনজীবী টিম নিয়োগ করেছেন ব্রিটনি। তারকাদের বিবাহবিচ্ছেদের শীর্ষ আইনজীবী, লরা ওয়াসের এ টিমে রয়েছেন।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটনির উপরে প্রতারণার অভিযোগ তুলেছেন তার স্বামী স্যাম। স্ত্রীর অনৈতিক সম্পর্ক হাতেনাতে ধরে ফেলেছে তিনি। তারপরই স্যাম ঠিক করেন, সে ডিভোর্সে পথে হাঁটবে।
এর আগে দুইবার বিয়ে করেছেন ব্রিটনি। ২০০৪ সালে তার ছোটবেলার বন্ধু জ্যাসন আলেকজান্ডারকে বিয়ে করেন এই গায়িকা। তবে সেই সংসার বেশি দিন টেকেনি। এরপরে একই বছর নৃত্যশিল্পী কেভিন ফেডারলিনকে বিয়ে করেন তিনি। সেই সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। তবে ২০০৭ সালে এ সংসারের ইতি টানেন ব্রিটনি।
২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে স্যাম আজগারির সঙ্গে পরিচয় হয় ব্রিটনির। স্যাম একজন অভিনেতা। তার জন্ম ইরানে হলেও ১২ বছর বয়েসে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ২০২২ সালের জুন মাসে বিয়ে করেন তারা।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ