ঢাকা, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৮ জিলকদ ১৪৪৪

এই সময়ে ভাইরাল তারকারা

প্রকাশনার সময়: ২৪ মে ২০২৩, ১৩:৫৭
ছবি : সংগৃহীত

সংস্কৃতি অঙ্গনের মানুষদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত অনুরাগীদের জানার আগ্রহের শেষ নেই। ছোট কিংবা বড় পর্দায় পারফমেন্সের বাইরেও ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত নানা কর্মকাণ্ডে আলোচনায় আসেন তারকারা।

তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে কোনো কোনো সময় তারকাদের ছোট খাটো ভুল কিংবা সাফল্যের কারণে আলোচনা বা সমালোচনার শিকার হন। নেট দুনিয়ার কল্যাণে সেসব সাফল্যগাঁথা কর্মকাণ্ড ভাইরাল হয়। সম্প্রতি ভাইরাল হওয়া কয়েকজন অভিনেত্রীকে নিয়ে এই প্রতিবেদন।

নুসরাত ফারিয়া : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নানা গুণে গুণান্বিত তিনি। গ্ল্যামার, মেধা আর স্মার্টনেসের কারণে মাত্র ১০ বছরের ক্যারিয়ারে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন এই অভিনেত্রী। দুই বাংলায় অভিনয়ের পাশাপাশি গান গাইতেও বেশ পারদর্শী নুসরা। ১০ বছর আগে একটি টিভি অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে মিডিয়া অঙ্গনে পা রাখেন তিনি।

এরপর আরজে, মডেলিং, স্টেজ শো উপস্থাপনা যখন যেখানে কাজ করেছেন সেখানেই সফলতা এসেছে তার। এদিকে টলিউডের সিনেমা সৌমিক হালদারের ‘আবার বিবাহ অভিযান’। যা মুক্তি পাবে ৮ জুন। সিনেমাটি কেন্দ্র করে ইতোমধ্যেই প্রচার শুরু করেছেন এই অভিনেত্রী। তার ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ৩৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন ফারিয়া। এরপর থেকেই নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায় এটি। ফারিয়ার ভক্তরা বেশ প্রশংসা করছেন।

ভিডিওতে দেখা যায়, ফারিয়া সাহসী এক ফটোশুটে অংশ নিয়েছেন। গোলাপী শাড়িতে বেশ হাস্যোজ্জ্বল তিনি। ভিডিওর পাশপাশি বেশ কয়েকটি রগরগে ছবিও পোস্ট করেছেন। প্রসঙ্গত নুসরাত সম্প্রতি শেষ করেছেন রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ সিরিজের কাজ। এ ছাড়াও চলছে অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’ সিনেমার শুটিং।

শিরিন শিলা : ভক্তের সঙ্গে কথা বলেতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন চিত্রনায়িকা শিরিন শিলা। প্রকাশ্যে জড়িয়ে ধরে চিত্রনায়িকাকে চুমু খেয়েছেন এক ভক্ত। অপূর্ব রানা পরিচালিত ‘দ্য রাইটার’ সিনেমার শুটিং করতে গিয়ে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে এই অভিনয় শিল্পীকে। শুটিং সেটেই এমন বিব্রতকর ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই ভিডিওটি পোস্ট করেন। এরপর থেকেই তা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।

শিরিন শিলা জানান, সকালে আমার নতুন সিনেমা ‘দ্য রাইটারের’ আউটডোর শুটিং করতে আমরা ধামরাইয়ের একটি এলাকায় যাই। এ সময় স্পটে উপস্থিত একটি ছেলে আমাকে দেখে এগিয়ে এসে কথা বলতে চায়। পরে আমিও তাকে কাছে টেনে কথা বলতে শুরু করি। ওই সময় ছেলেটি বলে তার নাকি বাবা-মা কেউ নেই, তাকে কেউ ভালোবাসে না। এই কথা শুনে তার প্রতি মায়া হয়, তাই আমি তার কাঁধে হাত রেখে আদর করি।

এ সময় সে বলে তার খিদে পেয়েছে, তখন আমি তাকে খাওয়ার জন্য কিছু টাকাও দেই। তখনই সে আমাকে জড়িয়ে ধরে। আমিও ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছি। তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। পরে আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতে চাইলে সে আবার আমাকে বলে সে নাকি কখনও গাড়িতে চড়েনি, তাই আজকে আমার সঙ্গে গাড়িতে উঠবে।

এই বলেই সে আমাকে আবারও জড়িয়ে ধরে আচমকা আমার গালে চুমু খেয়ে বসে। আচমকা এমন কাণ্ডে আমি হতভম্ব। প্রসঙ্গত ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’, শাহীন সুমনের ‘মিয়া বিবি রাজি’, ‘মন জানে না মনের ঠিকানা’ ও ‘মিয়া বিবি রাজি’ চলচ্চিত্রের অভিনেত্রী শিরিন শিলার হাতে রয়েছে ‘প্রবাসী ডন’ এবং ‘আংটি’সহ চলচ্চিত্রের কাজ।

পারসা ইভানা : চ্যানেল আই সেরা নাচিয়ের মঞ্চ থেকে আসা পারসা ইভানা এখন পাক্কা অভিনেত্রী। বেছে বেছে নাটকে কাজ করছেন। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন। এই নাটকের অসংখ্য ক্লিপ ভাইরাল। এছাড়া গত ঈদে কাজল আরেফিন অমি পরিচালিত ‘বিদেশ’ এবং ‘হোটেল রিল্যাক্স’ দুটি কাজে নজর কেড়েছেন। বিশেষ করে ‘বিদেশ’ ইউটিউবে রেকর্ড গড়েছে।

সর্বমহল থেকে দর্শকদের প্রশংসা পেয়েছি। অতীতের কাজগুলো থেকেও প্রশংসা পেয়েছি কিন্তু আমার কাছে অনুভব হয়েছে এবারের প্রশংসা একটু স্পেশাল। ‘হোটেল রিল্যাক্স’ ওটিটিতে অন্যান্য সব রেকর্ড ভেঙে ফেলেছে। দর্শক আমাকে টেক্সটে জানিয়েছে তারা পূর্ণ বিনোদন পেয়েছে।

একটি গান আছে। সেখানে আমার নাচের বেশি প্রশংসা করেছেন। সত্যি কথা বলতে, আমার মধ্যে এই বিষয়গুলো এসেছে ‘ব্যাচেলর পয়েন্ট’ (সিজন ৪)-এ যুক্ত হওয়ার পর থেকে। কারণ আগে এত ভালোবাসা পাইনি। বিপুল সংখ্যক দর্শক ‘ব্যাচেলর পয়েন্ট’ দেখেন। এই দর্শকদের কাছে আমি পরিচিত। পারসা ইভানা জানান, কোরবানির ঈদে তার দুটি নাটক চূড়ান্ত। একটি ‘কোরবানি’ এবং অন্যটি ‘কিডনি’।

মানসী প্রকৃতি : গত ঈদুল ফিতরে প্রচার হওয়া আদিবাসি মিজান পরিচালিত ‘রিকশাওয়ালার ভেলকি’ নাটকের মাধ্যমে নতুন করে আলোচনায় অভিনেত্রী মানসী প্রকৃতি। নাটকটি গোল্লাছুট ইউটিউব চ্যানেলে প্রকাশ্যে আসতেই বেশ সাড়া ফেলে। নাটকটি এরই মধ্যে ইউটিউবে ১০ লাখের বেশি দর্শক দেখেছেন।

এছাড়াও নাটকের কিছু ক্লিপ অন্তর্জালে তুমুল ভাইরাল হয়েছে। নাটকের ইউটিউব ও ফেসবুকের মন্তব্য ঘরে বিলকিস চরিত্র নিয়ে রয়েছে ব্যাপক প্রশংসা। প্রকৃতি বলেন, নাটকটি থেকে এভাবে অভাবনীয় সাড়া পাবে বুঝতে পারিনি। প্রত্যাশার চেয়ে দ্বিগুণ সাড়া পাচ্ছি। প্রকৃতি এরই মধ্যে শেষ করেছেন এস কে শুভ পরিচালিত ‘আতর’ ও ‘স্টুপিড লাভার’ নামে দুটি খণ্ড নাটকের কাজ।

‘কুবের মাঝি’ নামের একটি ৭ পর্বের ধারাবাহিক নাটকে কপিলা চরিত্রে অভিনয় করছেন। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কালজয়ী উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’ অনুপ্রেরণায় তরুণ নির্মাতা তারিক মুহাম্মদ হাসান নির্মাণ করছেন টেলিফিল্ম ‘কুবের মাঝি’। এতে কপিলা চরিত্রে অভিনয় করছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি।

আসছে ঈদে টেলিছবিটি বৈশাখী টিভিতে প্রচার হবে। প্রকৃতি বলেন কপিলা চরিত্রে অভিনয় নিয়ে এক্সাইটেড ছিলাম। নিজের সেরাটা দিয়ে চরিত্রটি করছি। আশা করছি, ‘কুবের মাঝি’ সবাই পছন্দ করবে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ