ঢাকা, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৮ জিলকদ ১৪৪৪

শাকিব-বুবলীর দ্বন্দ্বের মধ্যে অপুর আত্মবিশ্বাস 

প্রকাশনার সময়: ২৪ মে ২০২৩, ০৯:৪০ | আপডেট: ২৪ মে ২০২৩, ০৯:৪৪
ছবি : অপুর ফেসবুক থেকে সংগৃহীত

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীর দ্বন্দ্বের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের একটি মন্তব্য।

মঙ্গলবার (২৩ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি দিয়েছেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে উৎফুল্ল নায়িকা নিজেকে মেলে ধরেছেন বিভিন্নভাবে। ক্যাপশনে লিখেছেন, ‘আত্মবিশ্বাসী নারীরা ঘৃণা করে না।’

প্রিয় অভিনেত্রীর পোস্টে মুহূর্তেই ভিড় করেছেন অগণিত অনুরাগী। ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন মন্তব্যে ও রিয়্যাক্টে।

কোটি টাকার কাবিনের এই নায়িকা সম্প্রতি ঘুরে এসেছেন আমেরিকা থেকে। সেখানকার লস অ্যাঞ্জেলেসের মেজর রাস্তা ৫ ঘণ্টা বন্ধ করে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত হয়েছিল ‘স্বাধীনতা দিবস প্যারেড শো’। এই অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত ছিলেন অপু।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে অপু অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’। এতে তার বিপরীতে রয়েছেন সাইমন সাদিক। সিনেমাটি নির্মাণ করেছেন বন্ধন বিশ্বাস।

প্রসঙ্গত, ২০০৮ সালে অপুকেও গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান। সন্তান আব্রাহাম খান জয়ের জন্মও হয়েছিল গোপনে। এসব গোপন বিষয় সামনে চলে আসে ২০১৭ সালের এপ্রিলে। একটি টিভি চ্যানেল গিয়ে সব ফাঁস করেন অপু। বিয়ে ও সন্তানের খবর প্রকাশের কয়েক মাস পরই অপুকে তালাক দেন শাকিব।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ