নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ব্যক্তিগত জীবনে নানা স্ক্যান্ডালে জড়িয়ে যাওয়ায় সুপার স্টার শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। বিশেষ করে অপু বিশ্বাস থেকে শুরু করে অস্ট্রেলিয়ার প্রযোজক এবং সর্বশেষ চিত্রনায়িকা বুবলীকে ঘিরে শাকিব খানকে নিয়ে আলোচনা তুঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা হর হামেশাই নানা কথা আলোচনা করছেন।
সর্বশেষ ব্যান্ডসংগীতে কালজয়ী বেশ কিছু গানের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদের একটি পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। গত শুক্রবার রাতে সুপারস্টার শাকিব খানকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।
গত শুক্রবার রাত ১১-২০ মিনিটে প্রিন্স মাহমুদ তার ভেরিফায়েড আইডি থেকে দেয়া পোস্টে লিখেছেন, ‘এরা শাকিব খানকে আত্মহত্যা করতে বাধ্য করবে সালমান শাহ’র মতো, আমি নিশ্চিত। এরা ভুলে গেছে এদের সব অর্জন শাকিব খানের জন্য’। ৯০-এর দশকে সালমান শাহ’র মৃত্যুর আগের সময়টা তুলনা করে জেমসের ‘আমার সোনার বাংলা’ গানের স্রষ্টা লিখেছেন, ‘আমার সালমান শাহ্ মারা যাওয়ার আগের সময়টা মনে আছে, প্রায় পুরো ইন্ডাস্ট্রি সালমান শাহর বিরুদ্ধে চলে গিয়েছিল’।
শাকিব জানিয়েছেন, বুবলী তাকে ব্ল্যাকমেইল করছেন। সম্পর্ক টিকিয়ে রাখার নাটক সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শাকিব জানান, বুবলীর সঙ্গে তিনি সম্পর্ক ছিন্ন করেছেন। কিন্তু বাবা হিসেবে সন্তান শেহজাদ খান বীরের দেখভাল করছেন।
ওই স্ট্যাটাসের মন্তব্যে প্রিন্স মাহমুদ আরো লেখেন, ‘খুব টেকনিক্যালি তাকে (শাকিব খান) ব্ল্যাকমেইল করা হচ্ছে। ছেলেটা একটু চালাক আর সব সাংবাদিক মেইন্টেইন করতে পারলেই হতো। সাংবাদিকসহ সব বন্ধুকে বলি, মতের একটু অমিল বা স্টার আপনার কাজে না আসলে তার বিরুদ্ধাচরণ করবেন না। এ রকম নায়ক এক যুগে একটা আসে। শাকিব খানের দুই বাংলায় সাড়া ফেলা সিনেমা ‘শিকারি’র কথা উল্লেখ করে প্রিন্স মাহমুদ বলেন, ‘শিকারি’ সিনেমা আজ দেখলাম। যা বুঝলাম তার (শাকিব খান) ক্ষমতার সিকি ভাগও এ দেশে কেউ দেখাতে পারেনি।
এদিকে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলী একে অপরের নামে অভিযোগ করেই যাচ্ছেন। এক সময়ের এই তারকা জুটির সম্পর্ক এখন যেন সাপে-নেউলে। এবার শাকিবের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বুবলী। তিনি জানিয়েছেন, শাকিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির এক আয়োজনে হাজির হয়েছিলেন বুবলী। সেখানেই শাকিব খান প্রসঙ্গে কথা বলেন বুবলী।
তিনি বলেন, ওই (শাকিব খান) নামটি আর আমি মুখে আনতে চাই না। এই নায়ককে ভালোবেসে সংসার করতে চাওয়াই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। শাকিবের বিভিন্ন মন্তব্যের জবাবে বুবলী বলেন, কিছুদিন পরপর উনি আমাকে আক্রমণ করছেন। উনার মনোযোগ থাকে সবসময় আমাকে কীভাবে হেয় প্রতিপন্ন করা যায়। বারবার এরকম হচ্ছে তাই এটার একটা সমাধান হওয়া উচিত। আমি আমার অভিভাবকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। কারণ আমার আত্মসম্মানবোধ সবার আগে। এদিন শাকিবের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তোলেন বসগিরি খ্যাত এই নায়িকা।তিনি বলেন, উনি (শাকিব) বলেন, আমাকে না কি উনার বাসা থেকে বের করে দিয়েছেন। নিজের সন্তানের মাকে বাসা থেকে বের করে দেয়া কী কোনো পুরুষের পুরুষত্ব। তিনি সম্পর্ক রাখতে না চাইলে সেটা তার ব্যক্তিগত বিষয়। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে বসে কথা বলে আমরা সমাধান করতে পারি। বাইরের মানুষকে বারবার জানানো তো কোনো সমাধান না।
শাকিবের সঙ্গে সংসার করার বিষয়ে বুবলী বলেন, আমার বড় ভুল হয়েছে আমি তার সঙ্গে সংসার করতে চেয়েছি, তাকে আমি সম্মান দিয়েছি। এখন তার নামটিই আমি উচ্চারণ করতে চাই না। সম্প্রতি চিত্রনায়ক শাকিব খান তার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের কথা স্পষ্ট করেছিলেন। এরপর ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেন বুবলী।
তারপর শাকিব গণমাধ্যমে বুবলী প্রসঙ্গে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন। এরপর থেকেই শাকিব-বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। অন্যদিকে বুবলীর সঙ্গে বিচ্ছেদের সুযোগে শাকিব খানের সঙ্গে কাটানো নানা সময়ের স্মৃতিচারণ করছেন অপু বিশ্বাস।
সর্বশেষ তিনি গণমাধ্যমকে বলেন, শাকিব খান তার কানের দুল পড়তেন। অপুর কাছে থেকে বিভিন্ন ডিজাইনের দুল নেয়ার পর শুটিংয়ে কস্টিউমের কন্টিনিটি আছে এই অজুহাতে সেগুলো আর ফেরত দিতেন না বলে জানিয়েছেন অপু বিশ্বাস। এমন স্মৃতির কথা শেয়ার করে প্রকারান্তে হয়তো বুবলীর প্রতি মধুর প্রতিশোধ নিচ্ছেন অপু বিশ্বাস এমন মন্তব্য করেছেন নেটিজেনরা।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ