ঢাকা, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৮ জিলকদ ১৪৪৪

‘কুইন প্যালেস’-এ ফারিয়া শাহরিন

প্রকাশনার সময়: ২২ মে ২০২৩, ০৯:১৩
ছবি : সংগৃহীত

এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন সম্প্রতি ‘কুইন প্যালেস’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। ইউসুফ আলী খোকনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ।

জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনে নাটকটি সপ্তাহে প্রতি রোববার ও সোমবার রাত ৮-১৫ মিনিটে নাটকটি প্রচার হচ্ছে।

‘কুইন প্যালেস’ ধারাবাহিকের কাহিনিতে দেখা যায় মোতালেব এলাকার তরুণদের মাঝে খুবই জনপ্রিয়। এই জনপ্রিয়তার রহস্য হলো এখানকার একটি মহিলা হোস্টেলের ম্যানেজার সে। চলাফেরার মধ্যে পঁচিশ বছরের যুবক ভাব। রোমান্টিকতা তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

সুন্দরী কোনও গেস্ট দেখলেই মোতালেব নিজেকে কন্ট্রোল করতে পারে না। যার কারণে যখন তখন নানা রকম ঘটনার জন্ম দেয় সে। মোতালেব যে হোস্টেলের ম্যানেজার সে হোস্টেলের গেস্টরা সাধারণত চাকরির ইন্টারভিউ, ভর্তি পরীক্ষা, ডাক্তার দেখানো, মামলার হাজিরা ইত্যাদি কাজে আসে।

মোতালেব ঘটনা বুঝে কৌশলে হাতিয়ে নেয় অতিরিক্ত টাকা। সেই হোস্টেলে নিয়মিত আসে তিন তারকা গেস্ট-মিতা, সোমা ও হেনা। তারা তিনজনই একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। তিনজনই সেই লেভেলের দুষ্ট, যখন তখন যে কাউকে প্রেমে ফেলতে পারে। ঘটতে থাকে আরও নানান ঘটনা।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ