রবিবার, ১১ জুন ২০২৩, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩০

‘সুলতানপুর’-এ অধরা খান

প্রকাশনার সময়: ২১ মে ২০২৩, ১৩:৪০

সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে অতিসম্প্রতি আলোচনায় এসেছেন অধরা খান। বিশেষ করে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘সুলতানপুর’-এ অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন তিনি। সিনেমাটি নিয়ে তিনি শুনিয়েছেন আশার কথা।

জানা গেছে, আগামী ২ জুন মুক্তি পেতে যাচ্ছে ‘সুলতানপুর’। সেন্সর ছাড়পত্রের পূর্বে নাম ছিল ‘বর্ডার’। সেন্সরে আপত্তির জেরে নাম পরিবর্তন করে সিমোটি ছাড়পত্র দেয়া হয়। কদিন আগে ছবির গান ও ট্রেলার প্রকাশ্যে আসায় দর্শক ধারণা পেয়েছেন, সীমান্তবর্তী উত্তেজনা ও লোমহর্ষক গল্প উঠে আসছে ‘সুলতানপুর’-এ।

অধরা খান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারুক সুমন, সাঞ্জ জন, আশীষ খন্দকার, রাশেদ অপু, মৌমিতা মৌ, ইমরান হাসোসহ অনেকে। বাংলাদেশ-ইন্ডিয়া সীমান্তের মানুষদের জীবনযাত্রা ও সেই অঞ্চলের বিভিন্ন চোরাচালানের গল্প নিয়ে সৈকত নাসিরের পরিচালনায় নির্মিত হয়েছে সিনেমা ‘সুলতানপুর’।

উপজীব্য জীবনমুখী বা শিক্ষণীয় নয়, বরং উপভোগের জন্য নির্মিত হয়েছে বলে সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ২০২০-এ টওথম করোনা ধকল কাটিয়ে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। অধরা বলেন, তখন চারদিকে সংকট ছিল। তার মধ্যে উন্নতমানের ইন্সট্রুমেন্ট টেকনিক্যাল সাপোর্ট নিয়ে শুটিং হয়েছিল। পুরো জার্নিটাই আমার মেমোরিতে কুল।

‘সুলতানপুর’ গুড কনটেন্ট, জার্নিটা আমার কাছে অনেক আনন্দের। ‘পরিচালক-শিল্পী থেকে আমরা প্রত্যেকেই চেয়েছি নিজেদের কমন জনরা থেকে বেরিয়ে নতুন একটি কনসেপ্ট নিয়ে চমৎকারভাবে হাজির হতে। নির্দিষ্ট কাজ বা বর্ডারভিত্তিক গল্পে এবারই প্রথম কোনো সিনেমা নির্মিত হলো জানালেন অধরা খান।

তিনিসহ পরিচালক থেকে অন্যরাও বলছেন, ‘সুলতানপুর’র গল্পই নায়ক! কেন? উত্তরে অধরা বলেন, আমাদের ফিল্মের গল্পগুলো নায়ক নায়িকা নির্ভর হয়ে থাকে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ