নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
প্রায় আট বছর পর দীর্ঘ জল্পনা-কল্পনা আর জটিলতা পেরিয়ে গত সপ্তাহে দেশের ৪১টি হলে মুক্তি পেয়েছে বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’। বিশ্বজুড়ে মুক্তির চার মাস পর এবং ওটিটিতে অবমুক্ত হওয়ার পরও বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভালো চলছে শাহরুখ খানের ‘পাঠান’।
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় স্পাই থ্রিলার সিনেমাটি আমদানি করেছে ঢাকার পরিবেশনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। বাংলাদেশে মুক্তির প্রথম সপ্তাহে ৮০ লাখ টাকার বেশি টিকিট বিক্রি হয়েছে বলিউড ‘পাঠান’ এর।
প্রথম সপ্তাহে বসুন্ধরা শাখা ছাড়াও এসকেএস টাওয়ার, সীমান্ত সম্ভার, সনি স্কয়ারসহ সাতটি শাখায় প্রতিদিন ৩৪টি করে ২০৬টি শো চালিয়েছে স্টার সিনেপ্লেক্স। দ্বিতীয় সপ্তাহে হল না কমলেও শো নেমেছে ২১টিতে। দ্বিতীয় সপ্তাহে দুটি হল বাড়লেও শো থেকে ১৮৫টিতে নেমেছে। দ্বিতীয় সপ্তাহে ৪৩টি প্রেক্ষাগৃহে পাঠান চলবে এবং প্রতিদিন ১৮৫টি শো হবে।
হাউসফুল না হলেও দর্শকের উপস্থিতি মোটামুটি সন্তোষজনক। সন্ধ্যার দিকে শোগুলোতে ৮০ ভাগের মতো দর্শক এসেছেন। সকালের শোগুলোতে ৪০ থেকে ৫০ ভাগের মতো দর্শক এসেছেন। সিনেমাটি নিয়ে তরুণদের আগ্রহ বেশি রয়েছে।
১৫টি প্রেক্ষাগৃহে ই-টিকেটিং সিস্টেম চালু থাকলেও অন্যান্য প্রেক্ষাগৃহে হাতে হাতে টিকেট বিক্রি হয়েছে। ফলে পুরোপুরি বক্স অফিস কার্যকর করা যায়নি বলে জানা গেছে।
তবে, গত ২২ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তির পর শাহরুখ খানের অনুরাগীদের অনেকেই নানা মাধ্যমে সিনেমাটি দেখে ফেলেছেন। তা নাহলে ঢাকায় দর্শক আরও বাড়ত বলে মনে করছেন সিনেমা হলের কর্মীরা।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৩ জানুয়ারি ঢাকার সিনেমা হলে সালমান খান অভিনীত ‘ওয়ান্টেড’ মুক্তির পর হিন্দি সিনেমার প্রদর্শন বন্ধে কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমেছিলেন শিল্পী ও নির্মাতারা। সেই আন্দোলনের পর দেশের সিনেমা হলে আর কোনো হিন্দি ছবি মুক্তি পায়নি। এরপর নানা টানাপোড়ন শেষে বাংলাদেশে মুক্তি পায় বলিউড কিং অভিনীত ‘পাঠান’।
নয়া শতাব্দী/এসএম/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ