নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বক্সঅফিসে ভালোই আয় সিনেমাটির। নানা বিতর্ক সঙ্গী হলেও বেশ রমরমিয়ে চলছে ‘দ্য কেরালা স্টোরি’। মাত্র নয় দিনে ১০০ কোটির ক্লাবে পৌঁছল পরিচালক সুদীপ্ত সেনের বিতর্কিত সিনেমাটি। ‘পাঠান’, ‘কিসিকা ভাই কিসিকি জান’, ‘তু ঝুটি ম্যায় মক্কার’র পর চলতি বছর এটিই ১০০ কোটির ক্লাবে ঢোকা চতুর্থ সিনেমা।
বিশেষজ্ঞরা মনে করছেন, আর মাত্র কয়েকদিন ২০০-২৫০ কোটির ক্লাবেও পৌঁছাতে পারে এ সিনেমা। সাফল্যে খুশি পরিচালক থেকে কলাকুশলী সবাই। ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার ট্রেলার মুক্তির পরই বিতর্ক মাথাচাড়া দেয়। অভিযোগ, এতে দেখানো হয় কেরালা থেকে ৩২ হাজার নারী নিখোঁজ হয়ে যান, যারা পরে জঙ্গিগোষ্ঠী আইসিসিতে যোগ দেন।
সিনেমার মাধ্যমে সংঘ পরিবার কেরালার ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, এমনই অভিযোগ তোলেন সেখানকার মুখ্যমন্ত্রীর পিনারাই বিজয়ন। সেই সঙ্গে কেরালা সরকার এবং কংগ্রেসের তরফে সিনেমাটি সে রাজ্যে নিষিদ্ধ করার দাবিও তোলা হয়।
সিনমার নির্মাতাদের বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস নেতা শশী থারুরও। বলে দেন, বাস্তবকে ভুলভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। বাকস্বাধীনতার অপব্যবহার করা হচ্ছে। এ বিতর্কের মাঝে কর্ণাটকের বেলারিতে বিজেপির নির্বাচনি প্রচারে কংগ্রেসকে বিঁধতে গিয়ে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।উত্তরপ্রদেশে সিনেমাটিকে করমুক্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অবশ্য বাংলাতেও সিনেমাটিকে নিষিদ্ধ বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাধ্যমে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে বলেই অভিযোগ। যদিও এ অভিযোগ খারিজ করেছেন অভিনেতা বিজয়কৃষ্ণা। তার দাবি, কেরালা থেকে অনেকে মেসেজ করে জানিয়েছেন সিনেমায় ভুল তথ্য পরিবেশন করা হয়নি।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ