নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ। এ উপলক্ষে বিটিভিসহ দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোর বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।
এদিকে কবিগুরুর জন্মদিন উপলক্ষ্যে একটি নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। নাম ‘হঠাৎ দ্যাখা’।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দ্যাখা’ কবিতাটির অনুপ্রেরণায় নির্মিত এ নাটকটির চিত্রনাট্য করেছেন মাসুম শাহরীয়ার। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।
এ নাটকে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, ‘রবীন্দ্রনাথের কবিতা অবলম্বনে নির্মিত নাটকে অভিনয় করতে পেরে বেশ ভালো লাগছে। আমার বিশ্বাস দর্শকদেরও ভালো লাগবে।’
নাটকটি আজ রাত ১টায় এনটিভিতে প্রচার হবে।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ