ঢাকা, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৮ জিলকদ ১৪৪৪

রবীন্দ্রজয়ন্তীতে আয়োজন

প্রকাশনার সময়: ০৮ মে ২০২৩, ০৮:২৬
ছবি : সংগৃহীত

বিশ্বের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, বাঙালির গর্ব, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ। এ উপলক্ষে বিশ্বের বাংলা ভাষাভাষি বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।

দেশের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। বিটিভিসহ দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোর বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। সেই সব খবরাখবর নিয়ে এই প্রতিবেদন।

বিটিভির আয়োজন : আজ রাত ১০-২০ মিনিটে বিশেষ অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন রবীন্দ্রসংগীত শিল্পী বুলবুল ইসলাম, আজিজুর রহমান তুহিন, দেবলীনা সুর, তানজিনা তমা ও অনন্যা লাবণী পুতুল।

তাসনুভা মোহনার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আবু তৌহিদ। বিশেষ আবৃত্তি অনুষ্ঠান ‘জন্মকথা’। তামান্না তিথির উপস্থাপনায় ‘জন্মকথা’ অনুষ্ঠানটি প্রচার হবে আজ বিকাল সাড়ে ৪টায়। ঈমাম হোসাইনের প্রযোজনায় অনুষ্ঠানে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেছেন আবৃত্তিকার বেলায়েত হোসেন, রেজিনা ওয়ালী লীনা, লায়লা আফরোজ, ইকবাল খোরশেদ, ফারহানা তৃণা, দেওয়ান সাইদুল হাসান, শওকত আলী ও লায়লা তারান্নুম কাকলী।

এছাড়াও প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শোনাব’, ‘গীতবিতান’, ‘গীতিমাল্য’, ‘গানের ঝর্ণাতলায়’ ও ‘ভালোবাসো যদি সখি’। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘শেষের কবিতা’র শেষ পর্ব। রাত ৯টায় প্রচার হবে নাটক ‘অপরিচিতা’।

এনটিভির আয়োজন : আজ দুপুর ১২-২০ মিনিটে বিশেষ সঙ্গীত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেবন শিল্পী অদিতি মহসীন। রাত ১টায় প্রচার হবে বিশেষ নাটক ‘হঠাৎ দেখা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতার অনুপ্রেরণায় চিত্রনাট্য করেছেন মাসুম শাহরীয়ার। আবু হায়াত মাহমুদের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন আফরান নিশো, নূসরাত ইমরোজ তিশা, খায়রুল আলম টিপু, আশরাফুল আশীষ প্রমুখ।

ট্রেনের কামরায় কিরনের সঙ্গে এভাবে হঠাৎ দেখা হয়ে যাবে ভাবেনি অমিত। প্রায় বারো বছর পর। চেনা চঞ্চল মুখটাতে আজ অচেনা গাম্ভীর্য্য। এক সময় নিজেই এসে কথা বলে। অমিতের মনে পড়ে স্মৃতি হয়ে যাওয়া সূবর্ণ কিছু সময়।

কিরন বলে, আমাদের গ্যাছে যে দিন একেবারেই কি গ্যাছে? অমিত উত্তর দেয়, রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে। স্টেশনে ট্রেন এসে থামলে কিরন ওর বন্ধুদের নিয়ে নেমে যায়। অমিত একলা বসে থাকে। অমিতকে নিয়ে ট্রেন চলে যায় অন্য গন্তব্যে।

চ্যানেল আইয়ের আয়োজন : সকাল ১১-০৫ মিনিটে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। দুপুর ১২-০৫ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা থেকে আবৃত্তি এবং রবীন্দ্র বিষয়ক আলোচনা নিয়ে অনুষ্ঠান ‘তারকাকথন’।

বেলা ১-৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘চলচ্চিত্রের রবীন্দ্রনাথ’। উপস্থাপনা ও পরিচালনায় অরুণ চৌধুরী। বিকেল ৩-০৫ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘তুমি রবে নীরবে’।

মাহবুবা ইসলাম সুমীর প্রথম নির্মাণ ‘তুমি রবে নিরবে’ রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নির্মিত এর চিত্রনাট্যও করেছেন তিনি। এ চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার শিল্পী ভাস্বর চ্যাটার্জী ও অমৃতা চট্টোপাধ্যায় এবং এপার বাংলা থেকে অভিনয় করেছেন তানজিন তিশা ও ইরফান সাজ্জাদ প্রমুখ।

রাত ৭-৫০ মিনিটে প্রচার হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প ডিটেকটিভ-এর ছায়া অবলম্বনে নির্মিত বিশেষ নাটক ‘ডিটেকটিভ’। পরিচালনা করেছেন আকা রেজা গালিব। রাত ১১-৩০ দেখানো হবে নেপালের মনোরম দৃশ্যপটে চিত্রায়িত রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় রবীন্দ্রজয়ন্তী সঙ্গীতের অনুষ্ঠান ‘মধুর খেলা’।

আরটিভির আয়োজন : আজ রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘তপস্বিনী’। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ‘তপস্বিনী’ অবলম্বনে এর নাট্যরূপ ও পরিচালনায় রয়েছেন সুমন আনোয়ার। নাটকে আফরান নিশো এবং জাকিয়া বারী মম ছাড়া আরও অভিনয় করেছেন দিলারা জামান, জিয়াউল হাসান কিসলু, হেলাল, হান্নান শেলী প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, মাখন লালের ছেলে বরদানন্দ। নামের সঙ্গে মাখন লালের স্বভাবের কোনো মিল নেই। তাঁর মন গলানো খুব কঠিন। তাঁর অভিপ্রায় যতদিন ছেলে বরদানন্দ বিএ পাস না করে ততোদিন তাঁর বৌমা ষোড়শীর কাছ থেকে দূরে থাকবে। কিন্তু পড়াশোনার ধাত ছিল না শৌখিন বরদানন্দের মধ্যে।

তাঁর বড় ইচ্ছে ছিল বিয়ের পর তামাক খাবে আর বউ নিয়ে আরামে এদিক সেদিক ঘোরাফেরা করবে। অন্তত পড়াশোনাটা করতে হবে না তাঁকে। কিন্তু বরদানন্দর বিবাহোত্তর পর্বে তাঁর বাবা মাখন আরও কঠোর হয়ে উঠেন। ছেলেকে বিএ পাস করতেই হবে। আর তারপরেই সে ষোড়শীর সাক্ষাৎ পাবে।

বরদানন্দের বিধবা পিসিকে মাখন বাবু নিযুক্ত করলেন বরদা ও ষোড়শীকে পাহারা দেয়ার জন্য। আর শহরের যাবতীয় শিক্ষকমণ্ডলী নিয়োগ করলেন ছেলেকে বিএ পাস করাতে। পড়াশোনাবিমুখ বরদানন্দ প্রতিবারই অকৃতকার্য হতে লাগলো। আর ষোড়শীর দিন কাটতে লাগলে বরদার তপস্যায়। এভাবেই গল্প এগিয়ে যায়।

দুরন্ত টিভির আয়োজন: বিশেষ এই দিনে প্রচার হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাধো’ ও ‘ডাকঘর’ এবং নৃত্যানুষ্ঠান ‘মম চিত্তে নিতি নৃত্যে’। এর মধ্যে সকাল ৮টায় ‘মম চিত্তে নিতি নৃত্যে’ এবং বিকেল ৩টায় প্রচার করা হবে ‘মাধো ও ডাকঘর’।

রবীন্দ্রনাথের কবিতা ‘মাধো’ অবলম্বনে সুমনা সিদ্দিকী নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাধো’। কবি’র নাটক ‘ডাকঘর’ অবলম্বনে লুসি তৃপ্তি গোমেজ নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাকঘর’। ‘মম চিত্তে নিতি নৃত্যে’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ