ঢাকা, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৮ জিলকদ ১৪৪৪

ভেঙে গেল মার্কিন গায়িকার ৬ বছরের প্রেম

প্রকাশনার সময়: ০৯ এপ্রিল ২০২৩, ১৬:৫৮
ছবি : সংগৃহীত

মার্কিন গায়িকা টেইলর সুইফট ও ব্রিটিশ অভিনেতা জো অ্যালনের সম্পর্ক ভেঙে গেছে। দীর্ঘ ছয় বছর ধরে তারা প্রেমের বন্ধনে আবদ্ধ ছিলেন।

একটি সূত্র যুক্তরাষ্ট্রভিত্তিক পিপল ম্যাগাজিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে কি কারণে এই সম্পর্ক ভেঙে গেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তা ছাড়া এ বিষয়ে এখনো মুখে কুলুপ এঁটেছেন টেইলর-জো।

মূলত টেলর সুইফট ও জো অ্যালউইনকে প্রথম একসাথে দেখা যায় ২০১৭ সালের জুন মাসে। তখন ন্যাসভিলের এক বেলকনিতে বসে কফি পান করতে দেখা যায় তাদের। এর প্রায় এক মাস পর মাথায় হুডি চাপিয়ে দুজনকে নিউইয়র্কের রাস্তায় ঘুরে বেড়াতেও দেখা যায়।

হলিউড তারকা টম হিডেল স্টোনের সঙ্গে প্রেমের সম্পর্কের বিচ্ছেদের পর উঠতি তারকা জোয়ের সাথে গোপনে প্রেমের সম্পর্কে জড়ান টেইলর। সম্পর্কের শুরুর দিকে লন্ডনে ছদ্মবেশ নিয়ে জোয়ের সাথে দেখা করেন তিনি।

৩৩ বছর বয়সী এই মার্কিন পপ তারকার জীবনে প্রেম নতুন কোনো বিষয় না। এর আগে তিনি টম হিডেলস্টোন, কেলভিন হ্যারিস, হ্যারি স্টাইলস, কনর কেনেডি, জো জোনাস ও জ্যাক জিলেনহলের সাথে সম্পর্কে জড়িয়েছেন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ