নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার করা হয়েছে হলিউডের জনপ্রিয় অভিনেতা জোনাথন মেজরসকে।
গত ২৫ মার্চ বেলা ১১ টা ১৫টার দিকে চেলসির ওয়েস্ট ২২তম স্ট্রিট এবং ৪তম অ্যাভিনিউয়ের কাছে একটি অ্যাপার্টমেন্ট থেকে গ্রেফতার করা হয়েছে। সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড ডটকম এ খবর প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, অভিযোগকারী নারী জোনাথনের প্রেমিকা। ব্রুকলিনের একটি বার থেকে বের হয়ে ট্যাক্সি করে বাড়ি ফিরছিলেন তারা। ট্যাক্সিতে তর্কে জড়ান। এসময় জোনাথন অন্য এক নারীকে মেসেজ করছিলেন, যা দেখার চেষ্টা করছিলেন ওই নারী। এক পর্যায় তাকে থাপ্পড় মারেন জোনাথন।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, হাতাহাতির এক পর্যায়ে ওই নারীকে কোথাও ফেলে রেখে অন্য কোথাও রাত কাটান জোনাথন। পরে পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন ওই নারী।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ